ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

মোদির মাকে মোমেনের ১০০ গোলাপ উপহার

  • আপডেট সময় : ১১:৫৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • ১৫৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : নরেন্দ্র মোদির শতবর্ষী মা হীরাবেন মোদিকে একশোটি লাল গোলাপের পুষ্পস্তবক পাঠিয়ে বিরল শুভেচ্ছা জ্ঞাপনের নজির তৈরি করল বাংলাদেশ। গত শনিবারই (১৮ জুন) ভারতের প্রধানমন্ত্রীর মা হীরাবেন একশো বছরে পা দিলেন। সেই উপলক্ষে মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে গুজরাটের প্রশাসনিক রাজধানী গান্ধীনগরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি।
ঘটনাচক্রে সে দিনই আবার ভারতের সঙ্গে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে দিল্লিতে পা রাখেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। দিল্লিতে নেমেই তিনি হীরাবেন মোদির জন্য একশো গোলাপের পুষ্পস্তবক উপহার পাঠানোর নির্দেশ দেন। ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরানের তৎপরতায় দ্রুত সেই প্রীতি উপহার গান্ধীনগরে হীরাবেন মোদির কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়, যেখানে তিনি অন্য ছেলে প্রহ্লাদের পরিবারের সঙ্গে থাকেন। এর ঠিক আগের দিনই (শুক্রবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের জন্য বাংলাদেশের সেরা আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনও দেশের সরকার বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের সরকারপ্রধানের মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠাচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে এ ধরনের ঘটনা একেবারেই বিরল। হীরাবেন মোদিকে একশো গোলাপের তোড়া পাঠিয়ে বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সেই অনন্য নজিরও স্থাপন করলো।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মোদির মাকে মোমেনের ১০০ গোলাপ উপহার

আপডেট সময় : ১১:৫৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

প্রত্যাশা ডেস্ক : নরেন্দ্র মোদির শতবর্ষী মা হীরাবেন মোদিকে একশোটি লাল গোলাপের পুষ্পস্তবক পাঠিয়ে বিরল শুভেচ্ছা জ্ঞাপনের নজির তৈরি করল বাংলাদেশ। গত শনিবারই (১৮ জুন) ভারতের প্রধানমন্ত্রীর মা হীরাবেন একশো বছরে পা দিলেন। সেই উপলক্ষে মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে গুজরাটের প্রশাসনিক রাজধানী গান্ধীনগরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি।
ঘটনাচক্রে সে দিনই আবার ভারতের সঙ্গে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে দিল্লিতে পা রাখেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। দিল্লিতে নেমেই তিনি হীরাবেন মোদির জন্য একশো গোলাপের পুষ্পস্তবক উপহার পাঠানোর নির্দেশ দেন। ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরানের তৎপরতায় দ্রুত সেই প্রীতি উপহার গান্ধীনগরে হীরাবেন মোদির কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়, যেখানে তিনি অন্য ছেলে প্রহ্লাদের পরিবারের সঙ্গে থাকেন। এর ঠিক আগের দিনই (শুক্রবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের জন্য বাংলাদেশের সেরা আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনও দেশের সরকার বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের সরকারপ্রধানের মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠাচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে এ ধরনের ঘটনা একেবারেই বিরল। হীরাবেন মোদিকে একশো গোলাপের তোড়া পাঠিয়ে বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সেই অনন্য নজিরও স্থাপন করলো।