বিনোদন ডেস্ক: রাজনীতিতে নামার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সোচ্চার দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। এখন রাজনীতির মঞ্চে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রীর জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছেন তিনি। বিশাল ভক্তশ্রেণি নিয়ে নির্বাচনি মাঠে লড়াইয়ে নেমেছেন।
তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (টিভিকে) নামে রাজনৈতিক দল তৈরি করেছেন থালাপতি। দলের প্রতীক হিসেবে পেয়েছেন বাঁশি। এককভাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়াই করার ঘোষণার মধ্য দিয়ে বিজয় এখন পরিণত হয়েছেন তামিলনাড়ুর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। মোদির বিজেপি দল মূলত হিন্দুত্ববাদ ও কেন্দ্রীকরণের রাজনীতি করে। কিন্তু বিজয়ের দল ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় ও বামপন্থার আদর্শের ওপর দাঁড়িয়ে। তামিলনাড়ুর মাটির রাজনৈতিক বাস্তবতায় এই আদর্শগুলো মোদীর কেন্দ্রীয় নীতির জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।
বিশেষ করে, টিভিকের শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং লাখো মানুষের সমর্থন মোদীর রাজনীতির বিরূদ্ধে নতুন শক্তি। রাজনীতির ময়দানে নেমে বিজয়ও মুখোমুখি হচ্ছেন অনেক জটিলতা আর কূটচালের। এমনকি তার সিনেমা নিয়েও মোদি ও তার জোটের অংশ ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রিত প্রশাসনের হেনস্তার শিকার হচ্ছেন নায়ক। তবে বিজয় তাতে দমে যাওয়ার পাত্র নন বলে জানিয়েছেন।
ওআ/আপ্র/২৬/১/২০২৬























