বগুড়া সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রামে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩৮) নামে মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকালে অফিস যাওয়ার পথে নন্দীগ্রামের দেওগ্রাম ভুষ্কুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে ভটভটি পুড়িয়ে দিয়েছে। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মিজানুর রহমান বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দারিয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।
তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বগুড়া দক্ষিণ জোনের কাহালুর নারহট্ট শাখার সুপারভাইজার ছিলেন। সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন মিজান। পথে সকাল ৯টার দিকে নন্দীগ্রামের দেওগ্রাম ভুষ্কুরবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মিজানুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই চালক ভটভটি ফেলে পালিয়ে যায়।
বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে ভটভটিটি পুড়িয়ে দেয়। নন্দীগ্রাম থানার ওসি জানান, নন্দীগ্রামের দেওগ্রাম ভুষ্কুর বাজার এলাকায় দুর্ঘটনায় নিহতের মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে আছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বগুড়া সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


























