ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

মোটরসাইকেল চোরচক্রের হোতাসহ আটক ২

  • আপডেট সময় : ০৩:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চোরাই মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। গতকাল বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী থানার ধনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মো. মান্নান (২০) ও রাশেদ দেওয়ান (২০)। এ সময় ১টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, আসামিরা জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে নিজেদের হেফাজতে রাখত। পরবর্তীতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এই চোরাইকৃত মোটরসাইকেল অপরাধী চক্রের সদস্যরা ক্রয় করে দেশের বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। অপরাধ কার্যক্রম শেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে নিজেদের আড়াল করার জন্য অপরাধীরা ঘটনাস্থলে চোরাইকৃত মোটরসাইলে রেখে পালিয়ে যায়। এসব অপরাধী চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের নামে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান লেঃ কর্নেল আরিফ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মোটরসাইকেল চোরচক্রের হোতাসহ আটক ২

আপডেট সময় : ০৩:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক: চোরাই মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। গতকাল বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী থানার ধনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মো. মান্নান (২০) ও রাশেদ দেওয়ান (২০)। এ সময় ১টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, আসামিরা জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে নিজেদের হেফাজতে রাখত। পরবর্তীতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এই চোরাইকৃত মোটরসাইকেল অপরাধী চক্রের সদস্যরা ক্রয় করে দেশের বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। অপরাধ কার্যক্রম শেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে নিজেদের আড়াল করার জন্য অপরাধীরা ঘটনাস্থলে চোরাইকৃত মোটরসাইলে রেখে পালিয়ে যায়। এসব অপরাধী চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের নামে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান লেঃ কর্নেল আরিফ।