ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

মোটরসাইকেলে স্বর্ণ পাচার

  • আপডেট সময় : ১২:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ১৫ পিস সোনার বারসহ জালাল উদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গোগা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোনার বারগুলো ওই মোটরসাইকেলের মধ্যে লুকানো ছিল। বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে জালাল। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপনে খবর পেয়ে বিজিবির একটি স্পেশাল দল গোগা বাজারের উত্তর দিকে গোগা-বেনাপোল সড়কের ইট ভাটার কাছ থেকে জালালকে আটক করেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলসহ তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জালালের স্বীকারোক্তিতে মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকানো ১৫ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে, যার ওজন এক কেজি ৬৫২ গ্রাম। এগুলোর বাজারমূল্য এক কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা। তিনি আরও জানান, সোনা পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো হবে। সোনা চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে স্বর্ণ পাচার

আপডেট সময় : ১২:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ১৫ পিস সোনার বারসহ জালাল উদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গোগা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোনার বারগুলো ওই মোটরসাইকেলের মধ্যে লুকানো ছিল। বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে জালাল। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপনে খবর পেয়ে বিজিবির একটি স্পেশাল দল গোগা বাজারের উত্তর দিকে গোগা-বেনাপোল সড়কের ইট ভাটার কাছ থেকে জালালকে আটক করেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলসহ তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জালালের স্বীকারোক্তিতে মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকানো ১৫ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে, যার ওজন এক কেজি ৬৫২ গ্রাম। এগুলোর বাজারমূল্য এক কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা। তিনি আরও জানান, সোনা পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো হবে। সোনা চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।