নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেল নিবন্ধন করতে গ্রাহককে অবশ্যই চালকের সনদ দেখাতে হবে। গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের নিবন্ধন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের সনদ থাকার বিষয়টি নিবন্ধন কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। সনদ ছাড়া কোনো মোটরসাইকেল নিবন্ধন নম্বর পাবে না। জুনে অনুষ্ঠিত এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।