বগুড়া সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুর উপজেলায় চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা ডিবির এসআই আলী জাহান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শাজাহানপুরের বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর শুক্রবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এসআই আলী জাহান জানান, বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার বনানীতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কর্তব্যরতরা তার মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি মোটরসাইকেলটি চোরাই পথে নিয়ে এসেছেন বলে স্বীকার করেন।
জনপ্রিয় সংবাদ