ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

মোক্সিকোয় বন্যায় কোভিড-১৯ রোগীসহ ১৭ জনের মৃত্যু

  • আপডেট সময় : ১২:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য ইদালগোতে বন্যায় ডুবে যাওয়া একটি হাসপাতালে কোভিড-১৯ রোগীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টির কারণে তুলা নদীর পানি দুকূল ছাপিয়ে বন্যা দেখা দিলে দুঃখজনক এ ঘটনা ঘটে বলে গত মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে।
এক বিবৃতিতে মেক্সিকো সরকার জানিয়েছে, জরুরি বিভাগের কর্মীরা তুলা শহরের ওই সরকারি হাসপাতালটি থেকে ৪০ জনেরও বেশি রোগীকে সরিয়ে নিয়েছে এবং প্রাথমিক হিসাবে বন্যায় প্রায় ২০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইদালগোর গভর্নর ওমর ফাইয়াদ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ১৭ জনের মধ্যে ১৫ থেকে ১৬ জন কোভিড-১৯ রোগী ছিলেন।
কয়েকদিনের টানা বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যায় বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে ওই মৃত্যুর ঘটনাগুলো ঘটে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইয়াদের শেয়ার করা ছবিতে রোগীদের নিরাপদ জায়গায় নিতে মরিয়া নার্সদের শয্যাগুলো ঠেলে হাসপাতালের বাইরে বের করার চেষ্টা করতে দেখা গেছে। কয়েকজন নার্স হাঁটুর ওপর পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে ছিলেন।
কীভাবে রোগীদের স্পিডবোটে করে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ভিডিও ফুটেজে তা দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বন্যাকবলিত ওই এলাকার বাসিন্দাদের উঁচু কোথাও অথবা বন্ধু বা স্বজনদের কাছে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। “মেক্সিকো উপত্যকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং এখনও বৃষ্টি পড়ছে,” টুইটে বলেছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মোক্সিকোয় বন্যায় কোভিড-১৯ রোগীসহ ১৭ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য ইদালগোতে বন্যায় ডুবে যাওয়া একটি হাসপাতালে কোভিড-১৯ রোগীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টির কারণে তুলা নদীর পানি দুকূল ছাপিয়ে বন্যা দেখা দিলে দুঃখজনক এ ঘটনা ঘটে বলে গত মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে।
এক বিবৃতিতে মেক্সিকো সরকার জানিয়েছে, জরুরি বিভাগের কর্মীরা তুলা শহরের ওই সরকারি হাসপাতালটি থেকে ৪০ জনেরও বেশি রোগীকে সরিয়ে নিয়েছে এবং প্রাথমিক হিসাবে বন্যায় প্রায় ২০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইদালগোর গভর্নর ওমর ফাইয়াদ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ১৭ জনের মধ্যে ১৫ থেকে ১৬ জন কোভিড-১৯ রোগী ছিলেন।
কয়েকদিনের টানা বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যায় বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে ওই মৃত্যুর ঘটনাগুলো ঘটে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইয়াদের শেয়ার করা ছবিতে রোগীদের নিরাপদ জায়গায় নিতে মরিয়া নার্সদের শয্যাগুলো ঠেলে হাসপাতালের বাইরে বের করার চেষ্টা করতে দেখা গেছে। কয়েকজন নার্স হাঁটুর ওপর পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে ছিলেন।
কীভাবে রোগীদের স্পিডবোটে করে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ভিডিও ফুটেজে তা দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বন্যাকবলিত ওই এলাকার বাসিন্দাদের উঁচু কোথাও অথবা বন্ধু বা স্বজনদের কাছে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। “মেক্সিকো উপত্যকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং এখনও বৃষ্টি পড়ছে,” টুইটে বলেছেন তিনি।