বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় কয়লা বোঝাই একটি কার্গো ডুবে গেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের ডিপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহাদাত হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের চার নাম্বার অ্যাংঙ্করেজের ডুবো চরে ধাক্কা লেগে তলা ফেটে কয়লা বোঝাই লাইটার কার্গোটি ডুবে যায়।
কার্গোতে থাকা দশ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে লাইটার কার্গো মালিক কার্গেটি উদ্ধারে কাজ শুরু করেছে। তবে বন্দরে দেশী- বিদেশী জাহাজ আগমন ও নির্গমনে কোন সমস্যার সৃষ্টি হচ্ছে না। শাহাদাত বলেন, মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় অবস্থান নেওয়া এম ভি জর্ডান নামের একটি বানিজ্যিক জাহাজ থেকে বৃহষ্পতিবার বিকালে লাইটার কার্গো ‘এমভি নাওমী’ সাড়ে ছয়শ মেট্রিকটন কয়লা তাদের কার্গোতে তোলে।
কয়লা তোলার পর কার্গোটি বন্দরের দিকে রওনা হলে পথে ডুবো চরে ধাক্কা লেগে তলা ফেটে তাতে পানি উঠতে শুরু করে। দুর্ঘটনার পর কার্গোর নাবিকরা কোস্টগার্ডের সহযোগিতা চাইলে কোস্টগার্ড দ্রুত সেখানে পৌছে তাদের নিরাপদে সরিয়ে নেয়। শুক্রবার লাইটার কার্গোর মালিক পক্ষকে দ্রত কয়লা বোঝাই কার্গোটি সরিয়ে নিতে চিঠি দেওয়া হয়। তারা শনিবার সকালে এ এন স্যালভেজ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে দিয়ে ডুবে থাকা কার্গোটি উদ্ধারে কাজ শুরু করেছে বলে জানান শাহাদাত।
মোংলায় কয়লা বোঝাই কার্গো ডুবি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ