অর্থনৈতিক প্রতিবেদক : দেশে মূল্যস্ফীতি কমেছে। এপ্রিলের তুলনায় মে মাসে মূল্যস্ফীতি কমেছে দশমিক ৩০ শতাংশ। গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, ‘এপ্রিলে মূল্যস্ফীতি ছিল পাঁচ দশমিক ৫৬ শতাংশ। মে’তে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে পাঁচ দশমিক ২৬ শতাংশ। তার মানে দশমিক ৩০ শতাংশ মূল্যস্ফীতি কমেছে, যা আমাদের জন্য ভালো সংবাদ।’
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২১ সালের মে মাসে মূল্যস্ফীতির হার জাতীয় পর্যায়ে হয়েছে পাঁচ দশমিক ২৬ ভাগ, যা এপ্রিলে ছিল পাঁচ দশমিক ৫৬ শতাংশ। ২০২০ সালে মে মাসে মূল্যস্ফীতি ছিল পাঁচ দশমিক ৩৫ শতাংশ। ২০২১ সালের মে মাসে খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা চার দশমিক ৮৭ ভাগ এবং পাঁচ দশমিক ৮৬ ভাগ, যা এপ্রিলে ছিল যথাক্রমে শতকরা পাঁচ দশমিক ৫৭ ভাগ এবং পাঁচ দশমিক ৫৫ ভাগ বলেও জানিয়েছে বিবিএস।
মে মাসে মূল্যস্ফীতি কমেছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ