ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

মেয়েদের ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইট উদ্বোধন

  • আপডেট সময় : ০৯:৪০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক: তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে পড়ুয়া ও সদ্য স্নাতক বা কর্মরত মেয়েদের ক্যারিয়ার-বিষয়ক তথ্য পাওয়ার জন্য উন্মুক্ত করা হলো এডড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং. ড়ৎম নামে একটি ওয়েবসাইট।
তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে পড়ুয়া ও সদ্য স্নাতক বা কর্মরত মেয়েদের ক্যারিয়ার-বিষয়ক তথ্য পাওয়ার জন্য উন্মুক্ত করা হলো এডড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং. ড়ৎম নামে একটি ওয়েবসাইট। বিদেশে পড়তে যাওয়া, বিশ্বের বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন ধরনের স্কলারশিপ, ইন্টার্নশিপ ও ফেলোশিপের তথ্য এখানে পাওয়া যাবে। থাকবে চাকরির খবরও।
এই ওয়েবসাইট বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের তিন বছর মেয়াদি প্রকল্প ইএসডিজি ৪ বিডির একটি কার্যক্রম। গতকাল সোমবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএনের আয়োজনে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউওয়াই সিস্টেম লিমিটেডের সিইও অ্যান্ড চেয়ারপারসন ফারহানা এ রহমান, ঊর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দীন ও শেভেনিং স্কলার রুহিনা তাসকিন।
জাফর ইকবাল বলেন, প্রযুক্তিগত দিক থেকে অন্য অনেক দেশের চেয়ে আমাদের দেশের মেয়েরা এগিয়ে আছেন। তাঁদের আরও বেশি সুযোগ দিতে পারলে আমরা আরও অনেক বেশি সফল মানুষের দেখা পাব।
শেভেনিং স্কলার রুহিনা তাসকিন বলেন, যেকোনো স্কলারশিপের জন্য পেছনে অনেক পরিশ্রম থাকে। নেটওয়ার্কিং বা এর মাধ্যমে তথ্য পাওয়া এবং সেই তথ্যকে কাজে লাগিয়ে জীবনের সুযোগ বের করা অনেক চ্যালেঞ্জ। এডড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং. ড়ৎম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মেয়েদের তথ্যের প্রাপ্তি সহজ করা হয়েছে।
ঊর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন জানান যে এই ধরনের সুযোগ তার সময়ে ছিল না। তিনি বলেন, অন্যকে তথ্য দিয়ে সহায়তা করলে নিজের সুযোগ কমবে না বরং দেশের উন্নতি হবে আর এডঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং. ড়ৎম এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের দেশের মেয়েদের হাতের মুঠোয় অগণিত সুযোগ নিয়ে আসবে। তিনি এডঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং. ড়ৎম এর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ফারহানা এ রহমান বলেন, মেয়েদের বাঁধা থাকবে না এটা হতেই পারে না। একসময় তথ্য ছিল অন্যরকম একটি বড় বাঁধা। আজকের যুগে তথ্য প্রাপ্তি অনেক সহজ হয়ে গেছে। এডড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং. ড়ৎম প্ল্যাটফর্ম সেই সুযোগটিকে আরও এগিয়ে নিয়ে গেল। তবে চাকরির জন্য বিভিন্ন তথ্য যেমন থাকছে তেমনি নতুন উদ্যোক্তাদের সফলতার গল্পও যেন থাকে। বিডিওএসএনের নতুন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে মেয়েরা এগিয়ে যাবে বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

মেয়েদের ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইট উদ্বোধন

আপডেট সময় : ০৯:৪০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক: তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে পড়ুয়া ও সদ্য স্নাতক বা কর্মরত মেয়েদের ক্যারিয়ার-বিষয়ক তথ্য পাওয়ার জন্য উন্মুক্ত করা হলো এডড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং. ড়ৎম নামে একটি ওয়েবসাইট।
তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে পড়ুয়া ও সদ্য স্নাতক বা কর্মরত মেয়েদের ক্যারিয়ার-বিষয়ক তথ্য পাওয়ার জন্য উন্মুক্ত করা হলো এডড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং. ড়ৎম নামে একটি ওয়েবসাইট। বিদেশে পড়তে যাওয়া, বিশ্বের বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন ধরনের স্কলারশিপ, ইন্টার্নশিপ ও ফেলোশিপের তথ্য এখানে পাওয়া যাবে। থাকবে চাকরির খবরও।
এই ওয়েবসাইট বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের তিন বছর মেয়াদি প্রকল্প ইএসডিজি ৪ বিডির একটি কার্যক্রম। গতকাল সোমবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএনের আয়োজনে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউওয়াই সিস্টেম লিমিটেডের সিইও অ্যান্ড চেয়ারপারসন ফারহানা এ রহমান, ঊর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দীন ও শেভেনিং স্কলার রুহিনা তাসকিন।
জাফর ইকবাল বলেন, প্রযুক্তিগত দিক থেকে অন্য অনেক দেশের চেয়ে আমাদের দেশের মেয়েরা এগিয়ে আছেন। তাঁদের আরও বেশি সুযোগ দিতে পারলে আমরা আরও অনেক বেশি সফল মানুষের দেখা পাব।
শেভেনিং স্কলার রুহিনা তাসকিন বলেন, যেকোনো স্কলারশিপের জন্য পেছনে অনেক পরিশ্রম থাকে। নেটওয়ার্কিং বা এর মাধ্যমে তথ্য পাওয়া এবং সেই তথ্যকে কাজে লাগিয়ে জীবনের সুযোগ বের করা অনেক চ্যালেঞ্জ। এডড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং. ড়ৎম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মেয়েদের তথ্যের প্রাপ্তি সহজ করা হয়েছে।
ঊর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন জানান যে এই ধরনের সুযোগ তার সময়ে ছিল না। তিনি বলেন, অন্যকে তথ্য দিয়ে সহায়তা করলে নিজের সুযোগ কমবে না বরং দেশের উন্নতি হবে আর এডঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং. ড়ৎম এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের দেশের মেয়েদের হাতের মুঠোয় অগণিত সুযোগ নিয়ে আসবে। তিনি এডঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং. ড়ৎম এর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ফারহানা এ রহমান বলেন, মেয়েদের বাঁধা থাকবে না এটা হতেই পারে না। একসময় তথ্য ছিল অন্যরকম একটি বড় বাঁধা। আজকের যুগে তথ্য প্রাপ্তি অনেক সহজ হয়ে গেছে। এডড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং. ড়ৎম প্ল্যাটফর্ম সেই সুযোগটিকে আরও এগিয়ে নিয়ে গেল। তবে চাকরির জন্য বিভিন্ন তথ্য যেমন থাকছে তেমনি নতুন উদ্যোক্তাদের সফলতার গল্পও যেন থাকে। বিডিওএসএনের নতুন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে মেয়েরা এগিয়ে যাবে বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।