ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

মেসেঞ্জারে স্ক্রিনশট নিলে জেনে যাবে অপরপক্ষ

  • আপডেট সময় : ১২:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : স্ন্যাপচ্যাটের ডিজঅ্যাপিয়ারিং মেসেজ বা ফেসবুক মেসেঞ্জারের ভ্যানিশিং মোড থাকা মানেই কি এটি সম্পূর্ণ নিরাপদ? এগুলোর স্ক্রিনশট তো খুব সহজেই নিয়ে রাখা যায়। এই স্ক্রিনশটকে ঠেকানোর কোনও উপায় মূলত নেই। তবে এর বিপরীতে একটি কাজ করা যায় সেটা হলো, কেউ যদি চ্যাটের স্ক্রিনশট নেয় তাহলে সেটা অপরপক্ষকে জানিয়ে দেওয়া যেতে পারে। সংবাদ মাধ্যম উবার গিজমো জানিয়েছে, কেউ যদি ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করেন এবং তার কাছে যদি সর্বশেষ আপডেটটি থাকে তাহলে ডিজঅ্যাপিয়ারিং মেসেজের স্ক্রিন শট কেউ যদি নিতে যায় তাহলে একটি মেসেজ এবং নোটিফিকেশন অপর ব্যক্তির কাছে চলে যাবে।
এ বিষয়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেসবুকে একটি পোস্ট দেন। তার বক্তব্য অনুসারে, অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপটেড মেসেঞ্জারের নতুন আপডেটে কেউ ডিজঅ্যাপিয়ারিং মেসেজের স্ক্রিনশট নিলে সেটা অপরপক্ষকে জানিয়ে দেওয়া হবে। এর ভেতরে জিআইএফ, স্টিকার এবং রিঅ্যাকশনও রয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, স্ক্রিনশটের নোটিফিকেশন পাঠানো ফেসবুকের সম্পূর্ণই নতুন একটি সংযোজন। এছাড়া ফেসবুক ঘোষণা দেয় ২০২১ সালে পরীক্ষার পর গ্রুপ চ্যাটিং এবং কলিং-এ অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন ফিচারটিও ইতোমধ্যে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মেসেঞ্জারে স্ক্রিনশট নিলে জেনে যাবে অপরপক্ষ

আপডেট সময় : ১২:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

প্রযুক্তি ডেস্ক : স্ন্যাপচ্যাটের ডিজঅ্যাপিয়ারিং মেসেজ বা ফেসবুক মেসেঞ্জারের ভ্যানিশিং মোড থাকা মানেই কি এটি সম্পূর্ণ নিরাপদ? এগুলোর স্ক্রিনশট তো খুব সহজেই নিয়ে রাখা যায়। এই স্ক্রিনশটকে ঠেকানোর কোনও উপায় মূলত নেই। তবে এর বিপরীতে একটি কাজ করা যায় সেটা হলো, কেউ যদি চ্যাটের স্ক্রিনশট নেয় তাহলে সেটা অপরপক্ষকে জানিয়ে দেওয়া যেতে পারে। সংবাদ মাধ্যম উবার গিজমো জানিয়েছে, কেউ যদি ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করেন এবং তার কাছে যদি সর্বশেষ আপডেটটি থাকে তাহলে ডিজঅ্যাপিয়ারিং মেসেজের স্ক্রিন শট কেউ যদি নিতে যায় তাহলে একটি মেসেজ এবং নোটিফিকেশন অপর ব্যক্তির কাছে চলে যাবে।
এ বিষয়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেসবুকে একটি পোস্ট দেন। তার বক্তব্য অনুসারে, অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপটেড মেসেঞ্জারের নতুন আপডেটে কেউ ডিজঅ্যাপিয়ারিং মেসেজের স্ক্রিনশট নিলে সেটা অপরপক্ষকে জানিয়ে দেওয়া হবে। এর ভেতরে জিআইএফ, স্টিকার এবং রিঅ্যাকশনও রয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, স্ক্রিনশটের নোটিফিকেশন পাঠানো ফেসবুকের সম্পূর্ণই নতুন একটি সংযোজন। এছাড়া ফেসবুক ঘোষণা দেয় ২০২১ সালে পরীক্ষার পর গ্রুপ চ্যাটিং এবং কলিং-এ অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন ফিচারটিও ইতোমধ্যে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।