ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

মেসি-এমবাপে-নেইমারের গোলের পরও রোমঞ্চকর জয় পিএসজির

  • আপডেট সময় : ১১:৩০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আবারও একইসঙ্গে জ্বলে উঠলেন পিএসজির বিশ্বসেরা তিন তারকা। মেসি, নেইমার এবং এমবাপে। এই তিন সেরা তারকা জ্বলে উঠলে পিএসজি জয় পাবেই, এটা যেন অবধারিত। কিন্তু শনিবার রাতে নিজেদের মাঠে ট্রয়েসের বিপক্ষে পিএসজি জয় পেলেও সেটা ছিল খুবই কষ্টার্জিত। মোট ৭ গোল হলো এই ম্যাচে। পিএসজি জয় পেয়েছে ৪-৩ ব্যবধানে; কিন্তু ট্রয়েসের মত দলের বিপক্ষে তিনটি গোল হজম করাটাই সবচেয়ে বেশি শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে পিএসজি কোচ ক্রিস্টোফে গ্যালতিয়েরের কাছে। লিওনেল মেসি নিজে একটি গোল করলেন এবং আরও একটি গোল করালেন। ট্রয়েসের বিপক্ষে তিন গোল হজম করলেও মেসির এই পারফরম্যান্সই জিতিয়েছে প্যারিসের ক্লাবটিকে। ম্যাচের তৃতীয় মিনিটেই পার্ক ডি প্রিন্সেসের সমর্থকদের স্তব্দ করে দিয়েছিলো ট্রয়েস। মামাদু বালদে দুর্দান্ত এক ভলিতে পিএসজির জালে বল জড়িয়ে দেন। সমতায় ফিরতে পিএসজিকে অপেক্ষা করতে হয় ২৪ মিনিট পর্যন্ত। এ সময় স্বাগতিকদের সমতায় ফেরান কার্লোস সোলার। ১-১ গোলেই প্রথমার্ধ শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর পর আবারও পিছিয়ে পড়ে পিএসজি। সেই মামাদু বালদের গোলে আবারও এগিয়ে যায় ট্রয়েস। কিন্তু পিএসজিকে সমতায় ফেরাতে এবার খুব বেশি সময় নেননি মেসি। ৫৫ মিনিটে দুর্দান্ত এক গোলে পিএসজিকে সমতায় ফেরান তিনি। ম্যাচের ৬২তম মিনিটে গোল করেন নেইমার। প্রথমবার এগিয়ে যায় প্যারিসের দলটি। নেইমারকে গোলের সুযোগ তৈরি করে দেন মেসি। ৭৭ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। এবার স্পট কিক নিতে এগিয়ে আসেন কিলিয়ান এমবাপে। তার শট জালে জড়িয়ে গেলে পিএসজির লিড দাঁড়ায় ৪-২ গোলে। কিন্তু ম্যাচের শেষ অংক তখনও যেন বাকি ছিল। ৮৮ মিনিটে পিএসজির জালে বল জড়িয়ে দেন আন্তে পালাভেরসা। শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে প্যারিসের দলটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মেসি-এমবাপে-নেইমারের গোলের পরও রোমঞ্চকর জয় পিএসজির

আপডেট সময় : ১১:৩০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : আবারও একইসঙ্গে জ্বলে উঠলেন পিএসজির বিশ্বসেরা তিন তারকা। মেসি, নেইমার এবং এমবাপে। এই তিন সেরা তারকা জ্বলে উঠলে পিএসজি জয় পাবেই, এটা যেন অবধারিত। কিন্তু শনিবার রাতে নিজেদের মাঠে ট্রয়েসের বিপক্ষে পিএসজি জয় পেলেও সেটা ছিল খুবই কষ্টার্জিত। মোট ৭ গোল হলো এই ম্যাচে। পিএসজি জয় পেয়েছে ৪-৩ ব্যবধানে; কিন্তু ট্রয়েসের মত দলের বিপক্ষে তিনটি গোল হজম করাটাই সবচেয়ে বেশি শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে পিএসজি কোচ ক্রিস্টোফে গ্যালতিয়েরের কাছে। লিওনেল মেসি নিজে একটি গোল করলেন এবং আরও একটি গোল করালেন। ট্রয়েসের বিপক্ষে তিন গোল হজম করলেও মেসির এই পারফরম্যান্সই জিতিয়েছে প্যারিসের ক্লাবটিকে। ম্যাচের তৃতীয় মিনিটেই পার্ক ডি প্রিন্সেসের সমর্থকদের স্তব্দ করে দিয়েছিলো ট্রয়েস। মামাদু বালদে দুর্দান্ত এক ভলিতে পিএসজির জালে বল জড়িয়ে দেন। সমতায় ফিরতে পিএসজিকে অপেক্ষা করতে হয় ২৪ মিনিট পর্যন্ত। এ সময় স্বাগতিকদের সমতায় ফেরান কার্লোস সোলার। ১-১ গোলেই প্রথমার্ধ শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর পর আবারও পিছিয়ে পড়ে পিএসজি। সেই মামাদু বালদের গোলে আবারও এগিয়ে যায় ট্রয়েস। কিন্তু পিএসজিকে সমতায় ফেরাতে এবার খুব বেশি সময় নেননি মেসি। ৫৫ মিনিটে দুর্দান্ত এক গোলে পিএসজিকে সমতায় ফেরান তিনি। ম্যাচের ৬২তম মিনিটে গোল করেন নেইমার। প্রথমবার এগিয়ে যায় প্যারিসের দলটি। নেইমারকে গোলের সুযোগ তৈরি করে দেন মেসি। ৭৭ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। এবার স্পট কিক নিতে এগিয়ে আসেন কিলিয়ান এমবাপে। তার শট জালে জড়িয়ে গেলে পিএসজির লিড দাঁড়ায় ৪-২ গোলে। কিন্তু ম্যাচের শেষ অংক তখনও যেন বাকি ছিল। ৮৮ মিনিটে পিএসজির জালে বল জড়িয়ে দেন আন্তে পালাভেরসা। শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে প্যারিসের দলটি।