ক্রীড়া ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ খেলার যোগ্যতা আগেই নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শেষ ম্যাচ ইকুয়েডরের মাঠে। এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। ফলে একাদশে পরিবর্তন আসছে এটা নিশ্চিত।
তবে আলবিসেলেস্তেদের কোচ স্কালোনি চাইলে আরও পরীক্ষা-নিরিক্ষা করতেই পারেন। কারণ শেষ ম্যাচে হারলেও বাছাইয়ে আর্জেন্টিনা শীর্ষেই থাকবে।
এশিয়া কাপের মোড়কে ভারত-পাকিস্তান দ্বৈরথএশিয়া কাপের মোড়কে ভারত-পাকিস্তান দ্বৈরথ
মেসি ছাড়া ক্রিশ্চিয়ান রোমেরোকেও ইকুয়েডর ম্যাচে পাবে না আর্জেন্টিনা। তিনি নিষেধাজ্ঞায় আছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে লাউতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং লিয়ান্দ্রো বালের্দি থাকতে পারেন।
এছাড়া নিকো পাজ এবার শুরুর একাদশে খেলতে পারেন। মাস্তানতুয়নো একাদশের বাইরে থাকবেন এমটি ধারণা করা হচ্ছে। ইকুয়েডর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আরও স্পষ্ট বোঝা যেতে পারে আর্জেন্টিনার একাদশ কেমন হবে।
ওআ/আপ্র/০৮/০৯/২০২৫