ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

মেসির সেই রুমকে ‘মিনি জাদুঘর’ বানাচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় : ১২:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : কাতারে বিশ্বকাপে জিতে জীবনের সব থেকে বড় স্বপ্নটা পূরণ করেছেন লিওনেল মেসি। রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তার অধিনায়কত্বে ৩৬ বছরের শিরোপার খরা কাটে আর্জেন্টিনার। এই অবিস্মরণীয় যাত্রার পুরোটা সময় ধরে মেসিরা থেকেছেন কাতার বিশ্ববিদ্যালয়ে। আর্জেন্টিনার এই যাত্রাটাকে কাতার বিশ্ববিদ্যালয়ও স্মরণীয় করে রাখতে চলেছে এবার। কাতার বিশ্বকাপের সময় মেসি থেকেছেন যে কক্ষে, সেই কক্ষটাকে ‘মিনি জাদুঘরে’ রূপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। কাতার নিউজ এজেন্সির বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে পেনিনসুলা।বিশ্বকাপ চলাকালে দীর্ঘ ২৯ দিন কাতার বিশ্ববিদ্যালয়ে ছিলেন মেসিরা। আলবেলিস্তেদের জায়গা করে দিতে বিশ্ববিদ্যালয় ছুটিও ঘোষণা করা হয়। কাতার বিশ্ববিদ্যালয় সুযোগ সুবিধার কোনো কমতি রাখেনি। লিওনেল স্কালোনির দলকে আতিথ্য দেওয়ার আগে সেখানকার ছাত্রাবাসে আনা হয় খানিকটা আর্জেন্টাইন ছোঁয়া, যেন মেসিরা সেই জায়গাকে নিজেদের ঘরই মনে করেন। আর্জেন্টিনার জন্য তিনটি স্পোর্টস কমপ্লেক্স উন্মুক্ত করে দেয় তারা। যেখানে আউটডোর অনুশীলনের পাশাপাশি ইনডোরে জিম করার সুবিধাও পান মেসিরা।কাতার ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকাশিত নতুন এক ভিডিওতে দেখা যায়, পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণই আর্জেন্টিনার প্রতীকস্বরূপ নীল এবং সাদা রঙে সাজানো হয়েছে। শুধু তাই না, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও শোভা পাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের পোস্টার, খেলোয়াড়দের অটোগ্রাফ এবং জার্সি। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা বিশ্বের লিওনেল মেসি ভক্তরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৯

মেসির সেই রুমকে ‘মিনি জাদুঘর’ বানাচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ১২:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : কাতারে বিশ্বকাপে জিতে জীবনের সব থেকে বড় স্বপ্নটা পূরণ করেছেন লিওনেল মেসি। রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তার অধিনায়কত্বে ৩৬ বছরের শিরোপার খরা কাটে আর্জেন্টিনার। এই অবিস্মরণীয় যাত্রার পুরোটা সময় ধরে মেসিরা থেকেছেন কাতার বিশ্ববিদ্যালয়ে। আর্জেন্টিনার এই যাত্রাটাকে কাতার বিশ্ববিদ্যালয়ও স্মরণীয় করে রাখতে চলেছে এবার। কাতার বিশ্বকাপের সময় মেসি থেকেছেন যে কক্ষে, সেই কক্ষটাকে ‘মিনি জাদুঘরে’ রূপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। কাতার নিউজ এজেন্সির বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে পেনিনসুলা।বিশ্বকাপ চলাকালে দীর্ঘ ২৯ দিন কাতার বিশ্ববিদ্যালয়ে ছিলেন মেসিরা। আলবেলিস্তেদের জায়গা করে দিতে বিশ্ববিদ্যালয় ছুটিও ঘোষণা করা হয়। কাতার বিশ্ববিদ্যালয় সুযোগ সুবিধার কোনো কমতি রাখেনি। লিওনেল স্কালোনির দলকে আতিথ্য দেওয়ার আগে সেখানকার ছাত্রাবাসে আনা হয় খানিকটা আর্জেন্টাইন ছোঁয়া, যেন মেসিরা সেই জায়গাকে নিজেদের ঘরই মনে করেন। আর্জেন্টিনার জন্য তিনটি স্পোর্টস কমপ্লেক্স উন্মুক্ত করে দেয় তারা। যেখানে আউটডোর অনুশীলনের পাশাপাশি ইনডোরে জিম করার সুবিধাও পান মেসিরা।কাতার ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকাশিত নতুন এক ভিডিওতে দেখা যায়, পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণই আর্জেন্টিনার প্রতীকস্বরূপ নীল এবং সাদা রঙে সাজানো হয়েছে। শুধু তাই না, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও শোভা পাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের পোস্টার, খেলোয়াড়দের অটোগ্রাফ এবং জার্সি। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা বিশ্বের লিওনেল মেসি ভক্তরা।