ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

মেসির সঙ্গে জোট বেঁধেছে পাবজি মোবাইল

  • আপডেট সময় : ১০:৫৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির সঙ্গে জোট বেঁধেছে ব্যাটল রয়্যাল ঘরানার জনপ্রিয় গেম পাবজি মোবাইল। গেমে মেসির জার্সির অনুকরণে তৈরি কস্টিউম আর অন্যান্য আইটেম যোগ হবে বললেও এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পাবজি কর্পোরেশন। তবে, কস্টিউম আর আইটেমের সবগুলোই গেমে থাকবে সীমিত সময়ের জন্য।
মোবাইল গেমিংয়ের বাজারে সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেমগুলোর একটি পাবজি মোবাইল। মতান্তরে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এই অ্যাথলেটের সঙ্গে সংশ্লিষ্ট ‘আউটফিট’ আর ‘আইটেম’ গেমের ২.৩ আপডেটে যোগ হবে বলে জানিয়েছে পাবজি কর্পোরেশন। মেসি বর্তমানে ফরাসি ক্লাব ‘পারি সাঁ-জের্মা (পিএসজি)’র হয়ে খেললেও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তুরুপের তাস হিসেবে মাঠ দাঁপিয়েছেন দীর্ঘ দিন। সাতবারের ব্যালন ডি’ওর জয়ীর সঙ্গে নতুন চুক্তির খুঁটিনাটি তথ্য চেপে গেছে পাবজি কর্পোরেশন।
পাবজি মোবাইলের ২.৩ সংস্করণ কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়েও কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। তবে, গেমস্পট ডটকমের প্রতিবেদন বলছে, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে গেমের নতুন আপডেট। এর আগেও প্রচারণার অংশ হিসেবে ভিন্ন শিল্পের প্রথমসারির তারকাদের সঙ্গে জোট বেঁধেছে পাবজি মোবাইল। গত আগস্ট মাসেই কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের ভার্চুয়াল কনসার্ট আয়োজন করেছিল গেমটি। এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা ‘ডজ’-এর সঙ্গে জোট বেঁধে ‘ডজ চ্যালেঞ্জা’র সহ কোম্পানির কয়েকটি জনপ্রিয় গাড়ির ভার্চুয়াল সংস্করণ গেমে যোগ করেছে পাবজি কর্পোরেশন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

মেসির সঙ্গে জোট বেঁধেছে পাবজি মোবাইল

আপডেট সময় : ১০:৫৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

প্রযুক্তি ডেস্ক : বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির সঙ্গে জোট বেঁধেছে ব্যাটল রয়্যাল ঘরানার জনপ্রিয় গেম পাবজি মোবাইল। গেমে মেসির জার্সির অনুকরণে তৈরি কস্টিউম আর অন্যান্য আইটেম যোগ হবে বললেও এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পাবজি কর্পোরেশন। তবে, কস্টিউম আর আইটেমের সবগুলোই গেমে থাকবে সীমিত সময়ের জন্য।
মোবাইল গেমিংয়ের বাজারে সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেমগুলোর একটি পাবজি মোবাইল। মতান্তরে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এই অ্যাথলেটের সঙ্গে সংশ্লিষ্ট ‘আউটফিট’ আর ‘আইটেম’ গেমের ২.৩ আপডেটে যোগ হবে বলে জানিয়েছে পাবজি কর্পোরেশন। মেসি বর্তমানে ফরাসি ক্লাব ‘পারি সাঁ-জের্মা (পিএসজি)’র হয়ে খেললেও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তুরুপের তাস হিসেবে মাঠ দাঁপিয়েছেন দীর্ঘ দিন। সাতবারের ব্যালন ডি’ওর জয়ীর সঙ্গে নতুন চুক্তির খুঁটিনাটি তথ্য চেপে গেছে পাবজি কর্পোরেশন।
পাবজি মোবাইলের ২.৩ সংস্করণ কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়েও কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। তবে, গেমস্পট ডটকমের প্রতিবেদন বলছে, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে গেমের নতুন আপডেট। এর আগেও প্রচারণার অংশ হিসেবে ভিন্ন শিল্পের প্রথমসারির তারকাদের সঙ্গে জোট বেঁধেছে পাবজি মোবাইল। গত আগস্ট মাসেই কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের ভার্চুয়াল কনসার্ট আয়োজন করেছিল গেমটি। এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা ‘ডজ’-এর সঙ্গে জোট বেঁধে ‘ডজ চ্যালেঞ্জা’র সহ কোম্পানির কয়েকটি জনপ্রিয় গাড়ির ভার্চুয়াল সংস্করণ গেমে যোগ করেছে পাবজি কর্পোরেশন।