বিনোদন ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফর ঘিরে যখন কলকাতাজুড়ে উন্মাদনা, তখনই মেসির সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মূলত মেসির নামের সঙ্গে ব্যবহৃত একটি শব্দ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়াতেই নেটিজেনদের ট্রলের শিকার হন তিনি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে লিওনেল মেসি কলকাতায় পৌঁছালে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভশ্রী। সেখানে মেসির সঙ্গে একাধিক ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি।
নিজেকে বাংলা সিনেমার প্রতিনিধি হিসেবে উল্লেখ করে ক্যাপশনে লেখেন, “বাংলা ফিল্মকে Goat এর সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলাম।”
কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। ‘G.O.A.T’ (Greatest Of All Time—সর্বকালের সেরা) লেখার বদলে সরাসরি ‘Goat’ লেখায় খেলাধুলা বিষয়ে অভিনেত্রীর জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। মন্তব্যঘরে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রূপ।
এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, “আগে বলুন মেসি ব্যাট করে নাকি বল করে, নাকি উইকেট কিপার?” অন্য একজন আবার বিষয়টি ব্যাখ্যা করে লেখেন, “G.O.A.T এবং goat এক নয়। একটি সর্বকালের সেরাকে বোঝায়, অন্যটি সাধারণ অর্থে ব্যবহৃত হয়।”
সমালোচনার মুখে পড়ে পরে নিজের পোস্টটি সংশোধন করেন শুভশ্রী। ক্যাপশন থেকে ‘Goat’ সরিয়ে কেবল G.O.A.T শব্দটি রাখেন তিনি।
এদিকে শুভশ্রীকে ঘিরে যখন সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা, ঠিক তখনই তার পাশে দাঁড়ালেন স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তী।
রবিবার দুপুরে এক দীর্ঘ ফেসবুক পোস্টে রাজ লেখেন, “গতকালের অনুষ্ঠানে অনেকের মধ্যেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গাঙ্গুলী আমন্ত্রিত ছিলেন। এই অরাজকতার মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে তাকে।”
রাজ আরও লেখেন, “শুভশ্রী অভিনেত্রী বলে কি তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের একাধিক পরিচয় থাকে—তিনি মা, স্ত্রী, অভিনেত্রী, আবার একই সঙ্গে একজন ভক্তও। কিন্তু পরিচিত মুখ বলেই তার শরীর, পরিবার, সম্পর্ক—সবকিছু টার্গেট করা হচ্ছে।”
রাজ চক্রবর্তীর অভিযোগ, কিছু রাজনৈতিক নেতা ও একাংশ মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুভশ্রীকে লক্ষ্য করে বিকল্প ন্যারেটিভ তৈরি করছে। তিনি প্রশ্ন তোলেন, “তিনি যদি বলিউডের কেউ হতেন, তাহলে কি এমন হতো?”
সবশেষে স্ত্রীকে উদ্দেশ করে আবেগঘন বার্তায় রাজ লেখেন, “একজন নারী যার কণ্ঠস্বর স্পষ্ট, তিনিই শক্তিশালী নারী। আমি জানি তুমি কতটা শক্তিশালী। জীবন যেখানেই নিয়ে যাক, আমি সবসময় তোমার পাশে থাকব।”
অন্যদিকে, মেসিকে দেখতে গিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও বহু দর্শক মাঠে ঢুকতে বা মেসিকে দেখতে পারেননি। সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন অসংখ্য ফুটবলপ্রেমী।
ওআ/আপ্র/১৪/১২/২০২৫


























