ক্রীড়া ডেস্ক: সম্প্রতি আকাশছোঁয়া ট্রান্সফার ফিতে মেজর সকার লিগের (এমএলএস) লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবে (এলএএফসি) যোগ দিয়েছেন সন হিউং মিন। টটেনহ্যাম হটস্পারের সাবেক এই তারকাকে নিয়ে মাতোয়ারা যুক্তরাষ্ট্রের ফুটবলাঙ্গন। তার জার্সি বিক্রি ছাড়িয়ে গেছে ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসি এমনকী মার্কিন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসের রেকর্ডকেও।
টটেনহ্যাম হটস্পারের সাবেক অধিনায়ক সনের জন্য ২ কোটি পাউন্ডেরও বেশি অর্থ দিয়েছে এলএএফসি। ক্লাবটির সহ-সভাপতি ও জেনারেল ম্যানেজার জন থরিংটনের দাবি অনুযায়ী, বর্তমানে বিশ্বের যেকোনো ক্রীড়াবিদের তুলনায় সন হিউং-মিনের জার্সিই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।
সনের চুক্তি ঘোষণার পর থেকে রিয়েল-টাইম জার্সি বিক্রির তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। ‘টকস্পোর্ট’কে থরিংটন বলেন, ‘এখন দ্বিতীয় সপ্তাহ চলছে, এবং আমরা শুধু এমএলএসের সর্বাধিক বিক্রিত ফুটবল জার্সি নিয়ে কথা বলছি না, এটি বর্তমানে বিশ্বের যেকোনো খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সি। হ্যাঁ, আমি সনের জার্সির কথাই বলছি। লস অ্যাঞ্জেলসে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত সনের জার্সিই বিশ্বের যেকোনো ক্রীড়াবিদের চেয়ে বেশি বিক্রি হয়েছে।’
এর আগে গত ৬ আগস্ট এলএএফসিতে যোগ দেওয়ার পর সন বলেছিলেন, ‘এটা যেন এক স্বপ্ন পূরণ। এটা দারুণ এক শহর। সত্যি বলতে, এই ক্লাব আমার প্রথম পছন্দ ছিল না। কিন্তু মৌসুম শেষ হওয়ার পর জন থরিংটনের সঙ্গে প্রথমবার যখন কথা হয়, তিনি আমার মন পাল্টে দেন, এমনকি চিন্তাধারাও বদলে দেন। তিনি আমাকে বুঝিয়ে দেন, এই গন্তব্যটাই আমার জন্য সঠিক। আর আমি এখন এখানে, আমি খুবই খুশি এবং দারুণভাবে রোমাঞ্চিত।’
ওআ/