ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

মেসিকে ‘ত্রিমুকুট’ ক্লাবে স্বাগত জানালেন কাকা

  • আপডেট সময় : ০১:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : কাতারে বিশ্বকাপ জিতে আর্জেন্টাইনদের ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি নিজেকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। বিভিন্ন রেকর্ড গড়ার পাশাপাশি মেসি ঢুকেছেন একটি অভিজাত ক্লাবেও। ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর তথা ত্রিমুকুট জেতা মাত্র নবম খেলোয়াড় এখন তিনি। অভিজাত এই ক্লাবে আছেন পেলে ও দিয়েগো ম্যারাডোনার মতো সর্বকালের সেরা ফুটবলাররাও। এবার মেসিকে ক্লাবে স্বাগত জানিয়েছেন রিকার্দো কাকা। ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ২০০৭ সালে এই ক্লাবে নাম লিখিয়েছেন। এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ‘স্বাগত, মেসি’ ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে ক্লাবের নয় সদস্যের নাম ও তাদের ত্রিমুকুট জয়ের কীর্তি তুলে ধরা হয়েছে। পেলে-ম্যারাডোনা এবং মেসি-কাকা ছাড়াও এই অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছিলেন ববি চার্লটন, ফ্র্যান্স বেকেনবাওয়ার, জার্ড মুলার, পাওলো রসি, জিনেদিন জিদান, রিভালদো, রোনালদিনহো। সবার চেয়ে একটা জায়গায় অবশ্য মেসি অনেক এগিয়ে। বেকেনবাওয়ার ছাড়া অন্য কেউ দুটি ব্যালন ডি’অর জিততে পারেননি, সেখানে মেসি জিতেছেন ৭টি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মেসিকে ‘ত্রিমুকুট’ ক্লাবে স্বাগত জানালেন কাকা

আপডেট সময় : ০১:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : কাতারে বিশ্বকাপ জিতে আর্জেন্টাইনদের ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি নিজেকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। বিভিন্ন রেকর্ড গড়ার পাশাপাশি মেসি ঢুকেছেন একটি অভিজাত ক্লাবেও। ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর তথা ত্রিমুকুট জেতা মাত্র নবম খেলোয়াড় এখন তিনি। অভিজাত এই ক্লাবে আছেন পেলে ও দিয়েগো ম্যারাডোনার মতো সর্বকালের সেরা ফুটবলাররাও। এবার মেসিকে ক্লাবে স্বাগত জানিয়েছেন রিকার্দো কাকা। ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ২০০৭ সালে এই ক্লাবে নাম লিখিয়েছেন। এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ‘স্বাগত, মেসি’ ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে ক্লাবের নয় সদস্যের নাম ও তাদের ত্রিমুকুট জয়ের কীর্তি তুলে ধরা হয়েছে। পেলে-ম্যারাডোনা এবং মেসি-কাকা ছাড়াও এই অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছিলেন ববি চার্লটন, ফ্র্যান্স বেকেনবাওয়ার, জার্ড মুলার, পাওলো রসি, জিনেদিন জিদান, রিভালদো, রোনালদিনহো। সবার চেয়ে একটা জায়গায় অবশ্য মেসি অনেক এগিয়ে। বেকেনবাওয়ার ছাড়া অন্য কেউ দুটি ব্যালন ডি’অর জিততে পারেননি, সেখানে মেসি জিতেছেন ৭টি।