স্পোর্টস ডেস্ক: লিগস কাপে লিওনেল মেসি ছাড়াই গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুমাসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মায়ামি।
লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেজর লিগ সকারের শীর্ষ ৪টি দল এবং লিগা এমএক্সের শীর্ষ ৪টি দল খেলার সুযোগ পাবে।
পুমাস শুরুর দিকে এগিয়ে গেলেও লুইস সুয়ারেজ, রদ্রিগো দে পল এবং টাডেও অ্যালেন্ডের গোল ইন্টার মিয়ামিকে জয়ের দিকে নিয়ে গেছে। অধিনায়ক লিওনেল মেসি মাঠের বাইরে বসেই প্রতিটি গোল উদযাপন করেছেন।
ইন্টার মায়ামি এই প্রতিযোগিতার প্রাথমিক ধাপ আট পয়েন্ট নিয়ে শেষ করেছে।
ম্যাচের পর মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেছেন, ‘এটা অনেক বড় আনন্দের বিষয়। আমরা কোয়ালিফাই করার লক্ষ্যে পৌঁছেছি এবং আমি মনে করি তা ভালোভাবেই করেছি।’
এসি/