তানিয়া রাত্রি
পৃথিবীতে আজ আর কোনো শান্তি নেই
মনে রাখবার মতো কোনো হৃদয়ও আর নেই!
নিজেকে প্রমাণ করতে গিয়ে মানুষ আরো বিশৃঙ্খল!
কেবলই আহত আর মৃতেরা পড়ে আছে!
এ ছাড়া আর কোনো জননীতি নেই!
টিকে থাকতে হলে সময়ের সাথে ভেসে যেতে হয়!
যে সময় সকলের তরে নয়-
পঙ্গপালের মতো মানুষ চড়ে বেড়ায়
আবার ঝরেও যায়!
এই পৃথিবী ধৃষ্ট শতাব্দীর মানুষের নয়!
তবু হৃদয় হয়ে সে রয়ে গেছে আজও!
আজও তার অস্তিত্ব পৃথিবীতে রয়ে গেছে!
আমার প্রাণের চাইতেও বেশি
প্রচারিত হয়েছে বলে
সেই সময় ও ব্যথিত সময় হয়ে গেছে!
চারিদিকে মেশিন আর মেশিনের মতো সব ঈশ্বর!
কী করে নিজের মানবকে খুঁজে পাবো!
সানা/আপ্র/০১/১১/২০২৫



















