ক্রীড়া ডেস্ক: মেলবোর্নে টপ অর্ডারের প্রতিরোধে বক্সিং ডে টেস্টের প্রথম দিন দাপট দেখালো অস্ট্রেলিয়া। টপের চার ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। টস জিতে দারুণ ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে তারা ৬ উইকেটে ৩১১ রানে প্রথম দিন শেষ করেছে। চার ব্যাটার ফিফটির দেখা পেলেও অভিষেকে আলো ছড়িয়েছেন ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাস। অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে ৬৫ বলে ৬০ রানের দর্শনীয় ইনিংসে অভিষেকটা স্মরণীয় করে তুলতে পেরেছেন। জসপ্রীত বুমার এক ওভারেই নিয়েছেন ১৮! হাফসেঞ্চুরিও ছুঁয়েছেন ৫২ বলে।
যা অভিষেকে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরির নজির। কনস্টাস বিদায় নিলে ভাঙে ৮৯ রানের ওপেনিং জুটি। তার পর খাজা-লাবুশেন মিলে ৬৫ রান যোগ করেছেন। খাজা ১২১ বলে ৫৭ রানের ইনিংসে ফিরলে ভাঙে এই জুটি।
লাবুশেন-স্মিথ জুটিও তার পর দাপট দেখাতে থাকে। লাবুশেনকে ৭২ রানে থামিয়ে এই জুটি ভেঙেছেন ওয়াশিংটন সুন্দর। তারপর কিছুটা নড়বড়ে হয়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং। ট্রাভিস হেড (০), মিচেল মার্শ (৪) দ্রুত ফিরেছেন। অ্যালেক্স ক্যারিও ৩১ রানের বেশি করতে পারেননি। প্রান্ত আগলে ৪২তম ফিফটি তুলে ৬৮ রানে ব্যাট করছেন স্টিভেন স্মিথ। সঙ্গে ৮ রানে ব্যাট করছেন অধিনায়ক প্যাট কামিন্স।
বেশিরভাগ সময় ভারতের ওপর দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। তবে শেষ সেশনে চার উইকেট তুলে ম্যাচে ফেরে সফরকারী দল। যার নেতৃত্বে ছিলেন বুমরা। ৭৫ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। একটি করে নিয়েছেন আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।