ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

মেয়ের ভিডিও ভাইরাল, প্রতিবাদ করে গণপিটুনিতে নিহত ভারতীয় সেনা

  • আপডেট সময় : ১২:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মেলাজি বাঘেলা নামের সেনা সদস্য তার কিশোরী মেয়ের একটি ভিডিও অনলাইনে প্রকাশের পর প্রতিবাদ জানান। এরপর তাকে পিটিয়ে হত্যা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ভিডিওটি অনলাইনে আপলোডের পর তা ভাইরাল হয়েছে। অভিযুক্ত হামলাকারীরা এক কিশোরের পরিবারের সদস্য। এই কিশোরের বিরুদ্ধে নিজের মেয়ের ভিডিও আপলোডের অভিযোগ করেছেন বাঘেলা। হামলায় বাঘেলার স্ত্রী ও ছেলেও আহত হয়েছেন। নিহত বাঘেলা ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এ কর্মরত ছিলেন। পুলিশের কাছে নিহতের স্ত্রী মাঞ্জুলার দায়ের করা অভিযোগ অনুসারে, শনিবার রাতে খেড়া জেলায় এই হামলা হয়। বাঘেলা, তার স্ত্রী, দুই ছেলে ও তার এক ভাতিজা অভিযুক্ত কিশোরের বাড়িতে যান। সেখানে তার মেয়ের ভিডিও আপলোডের অভিযোগ করেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে ভিডিওটিকে আপত্তিকর হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, এক পর্যায়ে দুই পক্ষের আলোচনা মারামারিতে গড়ায়। কিশোরের আত্মীয়রা বাঘেলা ও তার পরিবারের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে বাঘেলা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। মাথায় আঘাত পাওয়া এক ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তারা কোনও মন্তব্য করেনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মেয়ের ভিডিও ভাইরাল, প্রতিবাদ করে গণপিটুনিতে নিহত ভারতীয় সেনা

আপডেট সময় : ১২:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মেলাজি বাঘেলা নামের সেনা সদস্য তার কিশোরী মেয়ের একটি ভিডিও অনলাইনে প্রকাশের পর প্রতিবাদ জানান। এরপর তাকে পিটিয়ে হত্যা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ভিডিওটি অনলাইনে আপলোডের পর তা ভাইরাল হয়েছে। অভিযুক্ত হামলাকারীরা এক কিশোরের পরিবারের সদস্য। এই কিশোরের বিরুদ্ধে নিজের মেয়ের ভিডিও আপলোডের অভিযোগ করেছেন বাঘেলা। হামলায় বাঘেলার স্ত্রী ও ছেলেও আহত হয়েছেন। নিহত বাঘেলা ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এ কর্মরত ছিলেন। পুলিশের কাছে নিহতের স্ত্রী মাঞ্জুলার দায়ের করা অভিযোগ অনুসারে, শনিবার রাতে খেড়া জেলায় এই হামলা হয়। বাঘেলা, তার স্ত্রী, দুই ছেলে ও তার এক ভাতিজা অভিযুক্ত কিশোরের বাড়িতে যান। সেখানে তার মেয়ের ভিডিও আপলোডের অভিযোগ করেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে ভিডিওটিকে আপত্তিকর হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, এক পর্যায়ে দুই পক্ষের আলোচনা মারামারিতে গড়ায়। কিশোরের আত্মীয়রা বাঘেলা ও তার পরিবারের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে বাঘেলা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। মাথায় আঘাত পাওয়া এক ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তারা কোনও মন্তব্য করেনি।