টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে মেয়ের ভাড়া বাসায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একাব্বর আলী (৬৫) নামে এক বৃদ্ধ বাবা। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত একাব্বর আলী কালিহাতি উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া গ্রামের মৃত মোনতাজ আলীর ছেলে। বাবাকে হারিয়ে মেয়ের পরিবারে এখন আনন্দের পরিবর্তে চলছে শোকের মাতম। পুলিশ ও স্থানীয়রা জানায়, একাব্বর আলীর মেয়ে ঘাটাইল উপজেলার শাহপুর মোড়ে ভাড়া থাকেন। মেয়েকে দেখতে এসেছিলেন তিনি। মাগরিবের নামাজ পড়তে তিনি বাসা থেকে বের হন। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় মধুপুরগামী প্রান্তিক বাস তাকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা একাব্বরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জনপ্রিয় সংবাদ