ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

মেয়ের জন্মদিনে বাপ্পার নতুন গান

  • আপডেট সময় : ০৫:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটির নাম ‘এই ব্যথা’, লিখেছেন মাহি ফ্লোরা এবং সুর করেছেন এহসান রাহি। আমজাদ হোসেনের সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে গানটির এক জাঁকজমকপূর্ণ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে বাপ্পা মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসের মতো সংগীতাঙ্গনের পরিচিত মুখেরা।

নতুন এই গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘অনেকদিন পর এমন একটি আয়োজনের মাধ্যমে গান প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। টিমের সবাই খুব পরিশ্রম করেছে। সবচেয়ে বড় বিষয় হলো, আজ আমার বড় মেয়ের জন্মদিন। এমন একটি দিনে গানটি প্রকাশ হওয়ায় আমি ভীষণ আপ্লুত। ভিডিওটি আমাদের দেশে একেবারেই নতুন ধরনের হয়েছে, যা শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘বাপ্পা দার মতো একজন গুণী শিল্পীর গান প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।’

বাপ্পা মজুমদার সাধারণত নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করলেও এবার তিনি গেয়েছেন অন্যের কথা ও সুরে। বর্তমানে ‘এই ব্যথা’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ছাড়াও দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।
সানা/আপ্র/২০/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়ের জন্মদিনে বাপ্পার নতুন গান

আপডেট সময় : ০৫:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটির নাম ‘এই ব্যথা’, লিখেছেন মাহি ফ্লোরা এবং সুর করেছেন এহসান রাহি। আমজাদ হোসেনের সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে গানটির এক জাঁকজমকপূর্ণ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে বাপ্পা মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসের মতো সংগীতাঙ্গনের পরিচিত মুখেরা।

নতুন এই গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘অনেকদিন পর এমন একটি আয়োজনের মাধ্যমে গান প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। টিমের সবাই খুব পরিশ্রম করেছে। সবচেয়ে বড় বিষয় হলো, আজ আমার বড় মেয়ের জন্মদিন। এমন একটি দিনে গানটি প্রকাশ হওয়ায় আমি ভীষণ আপ্লুত। ভিডিওটি আমাদের দেশে একেবারেই নতুন ধরনের হয়েছে, যা শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘বাপ্পা দার মতো একজন গুণী শিল্পীর গান প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।’

বাপ্পা মজুমদার সাধারণত নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করলেও এবার তিনি গেয়েছেন অন্যের কথা ও সুরে। বর্তমানে ‘এই ব্যথা’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ছাড়াও দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।
সানা/আপ্র/২০/১২/২০২৫