মাহবুব আল হাসান : বাল্যবিয়ে নামক সামাজিক ব্যাধি অন্ধকারাচ্ছন্ন করছে আমদের দেশের উজ্জ্বল সম্ভাবনাকে। চিকিৎসকদের ভাষ্য, বাল্যবিয়ে একজন কিশোরীর স্বাস্থ্যকে যেভাবে প্রভাবিত করে ঠিক তেমনি ওই কিশোরী মা হলে তার নবজাতককেও প্রভাবিত করে। এমনকি মৃত্যুঝুঁকিও তৈরি করে এই বাল্যবিয়ে। বাল্যবিয়ের ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অভিভাবকের চাপে সংগঠিত হয়ে থাকে। একজন কিশোরীকে বাধ্য করা হয় বাল্যবিয়ের সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য। আমাদের অভিভাবকরা সকলেই সচেতন নয়। তারা বুঝে শুনে এমন সিদ্ধান্ত নেন বলে আমার মনে হয় না। কেননা, বাল্যবিয়ে কীভাবে একজন কিশোরীর জীবন নষ্ট করে দেয় এটা বুঝলে তারা কখনোই এই ধরনের সিদ্ধান্ত নেবেন না। আমাদের দেশে বাল্যবিয়ে বন্ধে সরকারি, বেসরকারি নানা উদ্যোগ দেখা যায়। আমি মনে করি আমাদের অভিভাবকদের আর বেশি করে জানাতে হবে মেয়েরা কখনো বোঝা নয়, তারাও দেশের সম্পদ। বাংলাদেশের রাজনীতির শীর্ষে নারীদের একটি একছত্র অধিপত্য রয়েছে। বর্তমানে দেশ পরিচালনা করছেন একজন নারী। একটা সময় নারীকে নেতৃত্বের আসনে পুরুষ সমাজ মেনে নিতে পারত না। ইউরোপ, অ্যামেরিকাতে নাকি এটা এখনো রয়ে গেছে প্রকটভাবে। অথচ আমাদের দেশে নারীকে নেতার আসনে মানুষ মেনে নিতে পারছে। অর্থাৎ কুসংস্কার আর বদ্ধমূল ধারণা থেকে আমরা অনেকটাই বেরিয়ে যেতে পেরেছি। আমাদের দেশের নারীরা অনেক এগিয়ে গেছে। নারীরা সেনাবাহিনীতে কাজ করছে, নারীরা এখন বৈমানিক হয়ে আকাশ জয় করে বেড়াচ্ছে। শুধু তাই নয়, আমাদের ওয়াসফিয়া নাজরীন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছে। এ বছরেরই জুলাই মাসে আমরা দেখেছি, পৃথিবীর জন্মেরও আগের গহীন মহাশূন্যের হাজারো ছায়াপথের ছবি তুলে পাঠিয়েছে নাসার ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ৪৬০ কোটি বছর আগের ছবি যে প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্ব দেখতে পেল সেই প্রকল্পে বিজ্ঞানী দলের একজন সদস্য হয়ে কাজ করেছেন বাংলাদেশের লামিয়া আশরাফ মওলা। শুধু তাই নয় আমাদের দেশের মেয়ে ফুটবলাররা সাফ চ্যাম্পিয়ন হয়েছে। বিদেশের মাটি থেকে জয়ী হয়ে তারা দেশে ফিরেছে। আমাদের দেশের মেয়েরা যখন অনন্য উচ্চতায় তখন আমাদের দেশেই কেন মেয়েকে বোঝা মনে করে শিশু বয়সেই বিয়ে দেওয়া হবে? অভিভাবকরা চাইলেই পারেন বাল্যবিয়ে বন্ধ করতে, একটি মেয়ের জীবনকে বাঁচিয়ে দিতে ও তাকে বিশ্বজয়ের সুযোগ দিতে। প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: কিশোরগঞ্জ। সৌজন্যে: বিডিনিউজের শিশু সাংবাদিকতা বিভাগ ‘হ্যালো’।
জনপ্রিয় সংবাদ