ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫

মেনিনজাইটিস টিকার জন্য বিক্ষোভ, তবে সৌদিতে কর্মী ভিসায় লাগবে না

  • আপডেট সময় : ০৭:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মেনিনজাইটিস টিকা না পেয়ে মঙ্গলবার ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশ ব্যক্তি। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক হলেও কর্মী ভিসার ক্ষেত্রে এই প্রতিষেধক দেওয়ার আবশ্যকতা নেই।

মঙ্গলবার (২১ জানুয়ারি) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, যারা ওমরাহ বা ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে যাবেন, তাদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক। তবে কর্মী হিসেবে যারা যাবেন, তাদের জন্য এই টিকা নেওয়া লাগবে না।

মেনিনজাইটিস টিকা না পেয়ে এদিন ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশ ব্যক্তি। তাতে ঘণ্টা দুয়েকের মতো আশপাশেরও সড়কেও যানজট সৃষ্টি হয়।ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে ‘বাধ্যতামূলক’ করে দেওয়া মেনিনজাইটিসের টিকার বিষয়ে সোমবার নির্দেশনা দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এতে বলা হয়, যাত্রার অন্তত ১০ দিন আগে এ টিকা নিতে বলা হয়েছে। তবে এক বছরের কম বয়সীদের ক্ষেত্রে এ টিকা লাগবে না। আর যারা গত তিন বছরের মধ্যে এটি নিয়েছেন তারাও এর বাধ্যবাধকতার বাইরে থাকবেন।

মেনিনজাইটিস নানা রকমের হয়, যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, নিসেরিয়া মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস ইত্যাদি। হাঁচি, কাশি ও অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধির মাধ্যমে এ রোগ ছড়াতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বলেন, মেনিনজাইটিস হচ্ছে এক ধরনের সংক্রামক রোগ। মানুষের মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের চারদিকে যে সূক্ষ্ম টিস্যুস্তরের আবরণ রয়েছে, তাকে মেনিনজেস বলে।

এ টিস্যু স্তরের আবরণে সংক্রমণের ফলে যে প্রদাহ হয়, তাকে বলে মেনিনজাইটিস। সাধারণত অণুজীবের সংক্রমণে এমনটি হয়।

তিনি বলেন, এটি হলে ঘাড় শক্ত হয়ে যায়। মানুষ অজ্ঞান হয়ে যায়। তীব্র জ্বর ওঠে। এবং ঠিকমতো চিকিৎসা না করলে মানুষ মারাও যেতে পারে। যেহেতু এটি সংক্রামক রোগ, সে কারণে পৃথিবীর অনেক দেশে, যেখানে অনেক লোক জড়ো হয়, সেখানে মেনিনজাইটিস টিকার ওপর জোর দেওয়া হয়।

পান্থপথে বিক্ষোভ: এদিকে মেনিনজাইটিস টিকা না পেয়ে ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশ ব্যক্তি। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টার অবরোধের কারণে আশপাশের সড়কেও যানজট সৃষ্টি হয়।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যারা ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি কর্তৃপক্ষ।

সকালে স্কয়ার হাসপাতালের সামনে গিয়ে দেখা গেছে, টিকা নেওয়ার জন্য কয়েকশ লোক জড়ো হয়েছেন। তারা টিকা না পেয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এবং স্কয়ার হাসপাতালের কর্মকর্তারা বিদেশগামী যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন।

শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, মেনিনজাইটিসের টিকা নিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল। সৌদি আরব যেতে ইচ্ছুক অনেকে বিভিন্ন হাসপাতালে টিকা নিতে গিয়ে পায়নি।

পরে স্কয়ার হাসপাতালে টিকা আছে শুনে সকাল ৯টার দিকে দুই-একজন করে জড়ো হতে থাকে। সেখানেও টিকা না পেয়ে তারা বিক্ষোভ শুরু করে। ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত টিকা লাগবে না, বিষয়টি তারা জানতো না। তাছাড়া শুধুমাত্র যারা হজে যাবে, তাদের টিকা নিতে হবে।

প্রবাসী কর্মীদের টিকা নেওয়ার প্রয়োজন নেই জানিয়ে ওসি বলেন, পরে আমরা গিয়ে তাদেরকে বুঝিয়ে বলি। তাদের এজেন্টরাও তাদেরকে মেসেজ দেয়। বেলা সাড়ে ১১টার দিকে তারা সবাই প্রবাসী কল্যাণ ভবনের দিকে চলে গেলে পরিস্থিতি ঠিক হয়ে যায়।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মেনিনজাইটিস টিকার জন্য বিক্ষোভ, তবে সৌদিতে কর্মী ভিসায় লাগবে না

আপডেট সময় : ০৭:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক হলেও কর্মী ভিসার ক্ষেত্রে এই প্রতিষেধক দেওয়ার আবশ্যকতা নেই।

মঙ্গলবার (২১ জানুয়ারি) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, যারা ওমরাহ বা ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে যাবেন, তাদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক। তবে কর্মী হিসেবে যারা যাবেন, তাদের জন্য এই টিকা নেওয়া লাগবে না।

মেনিনজাইটিস টিকা না পেয়ে এদিন ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশ ব্যক্তি। তাতে ঘণ্টা দুয়েকের মতো আশপাশেরও সড়কেও যানজট সৃষ্টি হয়।ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে ‘বাধ্যতামূলক’ করে দেওয়া মেনিনজাইটিসের টিকার বিষয়ে সোমবার নির্দেশনা দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এতে বলা হয়, যাত্রার অন্তত ১০ দিন আগে এ টিকা নিতে বলা হয়েছে। তবে এক বছরের কম বয়সীদের ক্ষেত্রে এ টিকা লাগবে না। আর যারা গত তিন বছরের মধ্যে এটি নিয়েছেন তারাও এর বাধ্যবাধকতার বাইরে থাকবেন।

মেনিনজাইটিস নানা রকমের হয়, যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, নিসেরিয়া মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস ইত্যাদি। হাঁচি, কাশি ও অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধির মাধ্যমে এ রোগ ছড়াতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বলেন, মেনিনজাইটিস হচ্ছে এক ধরনের সংক্রামক রোগ। মানুষের মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের চারদিকে যে সূক্ষ্ম টিস্যুস্তরের আবরণ রয়েছে, তাকে মেনিনজেস বলে।

এ টিস্যু স্তরের আবরণে সংক্রমণের ফলে যে প্রদাহ হয়, তাকে বলে মেনিনজাইটিস। সাধারণত অণুজীবের সংক্রমণে এমনটি হয়।

তিনি বলেন, এটি হলে ঘাড় শক্ত হয়ে যায়। মানুষ অজ্ঞান হয়ে যায়। তীব্র জ্বর ওঠে। এবং ঠিকমতো চিকিৎসা না করলে মানুষ মারাও যেতে পারে। যেহেতু এটি সংক্রামক রোগ, সে কারণে পৃথিবীর অনেক দেশে, যেখানে অনেক লোক জড়ো হয়, সেখানে মেনিনজাইটিস টিকার ওপর জোর দেওয়া হয়।

পান্থপথে বিক্ষোভ: এদিকে মেনিনজাইটিস টিকা না পেয়ে ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশ ব্যক্তি। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টার অবরোধের কারণে আশপাশের সড়কেও যানজট সৃষ্টি হয়।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যারা ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি কর্তৃপক্ষ।

সকালে স্কয়ার হাসপাতালের সামনে গিয়ে দেখা গেছে, টিকা নেওয়ার জন্য কয়েকশ লোক জড়ো হয়েছেন। তারা টিকা না পেয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এবং স্কয়ার হাসপাতালের কর্মকর্তারা বিদেশগামী যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন।

শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, মেনিনজাইটিসের টিকা নিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল। সৌদি আরব যেতে ইচ্ছুক অনেকে বিভিন্ন হাসপাতালে টিকা নিতে গিয়ে পায়নি।

পরে স্কয়ার হাসপাতালে টিকা আছে শুনে সকাল ৯টার দিকে দুই-একজন করে জড়ো হতে থাকে। সেখানেও টিকা না পেয়ে তারা বিক্ষোভ শুরু করে। ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত টিকা লাগবে না, বিষয়টি তারা জানতো না। তাছাড়া শুধুমাত্র যারা হজে যাবে, তাদের টিকা নিতে হবে।

প্রবাসী কর্মীদের টিকা নেওয়ার প্রয়োজন নেই জানিয়ে ওসি বলেন, পরে আমরা গিয়ে তাদেরকে বুঝিয়ে বলি। তাদের এজেন্টরাও তাদেরকে মেসেজ দেয়। বেলা সাড়ে ১১টার দিকে তারা সবাই প্রবাসী কল্যাণ ভবনের দিকে চলে গেলে পরিস্থিতি ঠিক হয়ে যায়।