ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

‘মেড ইন বাংলাদেশ উইকে রিজার্ভে কিছু ডলার যোগ হবে’

  • আপডেট সময় : ০২:৩৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্বব্যাপী প্রচার, নতুন রপ্তানিবাজার ধরার লক্ষ্য নিয়ে গতকাল শনিবার (১২ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘মেড ইন বাংলাদেশ উইক’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, ‘মেড ইন বাংলাদেশ উইক শুধু মার্কেটিং নয়, এটি ব্র্যান্ডিং। এ সময় বিদেশিরা আসবেন। ফলে, রিজার্ভে কিছু ডলার যোগ হবে।’
তৈরী পোশাক খাত যখন মেড ইন বাংলাদেশ উইক আয়োজন করছে, তখন দেশে ডলার সংকট চলছে। এই আয়োজন ডলার সংকটে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি বলেন, ‘এ আয়োজন অর্থনীতির জন্য সহায়ক হবে। যারা আমাদের স্পন্সর করেছে, তারা সরকারি কোষাগারে ট্যাক্স দিয়েছে। এর মাধ্যমে ইতোমধ্যে কিছু রাজস্ব যোগান দেওয়া হয়েছে। যেসব বিদেশি আমাদের মেড ইন বাংলাদেশ উইকে অংশ নেবেন, তারা দেশে আসলে ডলার নিয়ে আসবেন। তাতে কিছুটা হলেও রিজার্ভে ডলার যোগ হবে।’ যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে পোশাকের অর্ডার না নেওয়ার আহ্বান জানিয়ে ফারুক হাসান বলেন, ‘বায়াররা পোশাকের দাম কমায় না, দাম কমায় পোশাক কারখানা মালিকরা। বিশ্ব মন্দার কারণে এখন আমাদের অর্ডার কমে যাচ্ছে, এই অজুহাতে যৌক্তিক মূল্যের চেয়েও কম মূল্যে পোশাক রপ্তানির অর্ডার নিচ্ছেন কারখানা মালিকরা। যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে পোশাক রপ্তানির অর্ডার নিলে আমাদের অস্তিত্ব থাকবে না।’
মেড ইন বাংলাদেশ উইক চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এ সময়ে ঢাকা অ্যাপারেল এক্সপো, শীর্ষ সম্মেলন, বাংলাদেশ ডেনিম এক্সপো, মেড ইন বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, তৈরী পোশাক খাতের কর্মীদের জন্য মাস্টারকার্ড ওয়ালেট চালুকরণ, গ্রিন ফ্যাক্টরি ভ্রমণ এবং ফ্যাক্টরি, ফ্যাশন ও হেরিটেজ এক্সিবিশন করা হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘মেড ইন বাংলাদেশ উইকে রিজার্ভে কিছু ডলার যোগ হবে’

আপডেট সময় : ০২:৩৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্বব্যাপী প্রচার, নতুন রপ্তানিবাজার ধরার লক্ষ্য নিয়ে গতকাল শনিবার (১২ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘মেড ইন বাংলাদেশ উইক’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, ‘মেড ইন বাংলাদেশ উইক শুধু মার্কেটিং নয়, এটি ব্র্যান্ডিং। এ সময় বিদেশিরা আসবেন। ফলে, রিজার্ভে কিছু ডলার যোগ হবে।’
তৈরী পোশাক খাত যখন মেড ইন বাংলাদেশ উইক আয়োজন করছে, তখন দেশে ডলার সংকট চলছে। এই আয়োজন ডলার সংকটে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি বলেন, ‘এ আয়োজন অর্থনীতির জন্য সহায়ক হবে। যারা আমাদের স্পন্সর করেছে, তারা সরকারি কোষাগারে ট্যাক্স দিয়েছে। এর মাধ্যমে ইতোমধ্যে কিছু রাজস্ব যোগান দেওয়া হয়েছে। যেসব বিদেশি আমাদের মেড ইন বাংলাদেশ উইকে অংশ নেবেন, তারা দেশে আসলে ডলার নিয়ে আসবেন। তাতে কিছুটা হলেও রিজার্ভে ডলার যোগ হবে।’ যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে পোশাকের অর্ডার না নেওয়ার আহ্বান জানিয়ে ফারুক হাসান বলেন, ‘বায়াররা পোশাকের দাম কমায় না, দাম কমায় পোশাক কারখানা মালিকরা। বিশ্ব মন্দার কারণে এখন আমাদের অর্ডার কমে যাচ্ছে, এই অজুহাতে যৌক্তিক মূল্যের চেয়েও কম মূল্যে পোশাক রপ্তানির অর্ডার নিচ্ছেন কারখানা মালিকরা। যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে পোশাক রপ্তানির অর্ডার নিলে আমাদের অস্তিত্ব থাকবে না।’
মেড ইন বাংলাদেশ উইক চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এ সময়ে ঢাকা অ্যাপারেল এক্সপো, শীর্ষ সম্মেলন, বাংলাদেশ ডেনিম এক্সপো, মেড ইন বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, তৈরী পোশাক খাতের কর্মীদের জন্য মাস্টারকার্ড ওয়ালেট চালুকরণ, গ্রিন ফ্যাক্টরি ভ্রমণ এবং ফ্যাক্টরি, ফ্যাশন ও হেরিটেজ এক্সিবিশন করা হবে।