ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

মেডিকেল ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতিতে হচ্ছে নতুন আইন

  • আপডেট সময় : ০২:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের চিকিৎসাবিদ্যার আন্তর্জাতিক মান ও স্বীকৃতি নিশ্চিত করতে একটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল রোববার মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন’ ২০২১ এর খসড়া এ অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই) যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, উন্নত বিশ্বে চিকিৎসাবিদ্যার স্বীকৃতি অর্জন করতে হলে প্রতিটি দেশে একটি অ্যাক্রেডিটেশন কাউন্সিল মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেবে।
“এই অ্যাক্রেডিটেশনটা না থাকলে আমাদের দেশ থেকে কেউ এমবিবিএস পাস করলেও সে বাইরে পড়াশোনা করতে যেতে পারবে না, অন্য কোনো দেশে ডাক্তার হিসাবে স্বীকৃতি পাবে না।”
আনোয়ারুল ইসলাম বলেন, ২০২৪ সালের মধ্যে যেসব দেশ স্বাধীন অ্যাক্রেডিটেশন কমিশনের মাধ্যমে চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি দেবে না, ওইসব দেশের চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী চিকিৎসকরা যুক্তরাষ্ট্র ও কানাডায় উচ্চশিক্ষা প্রশিক্ষণ গ্রহণ কিংবা পেশাগত কাজ করার সুযোগ পাবে না। নতুন আইনের অধীনে পরিচালিত অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশীয় স্বীকৃতির নীতিমালাসহ ‘অ্যাক্রেডিটেশনের’ যাবতীয় বিষয় দেখভাল করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, “আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলাপ করে আমাদের অ্যাক্রেডিশেনের ক্রাইটেরিয়া ঠিক করতে হবে।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মেডিকেল ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতিতে হচ্ছে নতুন আইন

আপডেট সময় : ০২:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশের চিকিৎসাবিদ্যার আন্তর্জাতিক মান ও স্বীকৃতি নিশ্চিত করতে একটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল রোববার মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন’ ২০২১ এর খসড়া এ অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই) যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, উন্নত বিশ্বে চিকিৎসাবিদ্যার স্বীকৃতি অর্জন করতে হলে প্রতিটি দেশে একটি অ্যাক্রেডিটেশন কাউন্সিল মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেবে।
“এই অ্যাক্রেডিটেশনটা না থাকলে আমাদের দেশ থেকে কেউ এমবিবিএস পাস করলেও সে বাইরে পড়াশোনা করতে যেতে পারবে না, অন্য কোনো দেশে ডাক্তার হিসাবে স্বীকৃতি পাবে না।”
আনোয়ারুল ইসলাম বলেন, ২০২৪ সালের মধ্যে যেসব দেশ স্বাধীন অ্যাক্রেডিটেশন কমিশনের মাধ্যমে চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি দেবে না, ওইসব দেশের চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী চিকিৎসকরা যুক্তরাষ্ট্র ও কানাডায় উচ্চশিক্ষা প্রশিক্ষণ গ্রহণ কিংবা পেশাগত কাজ করার সুযোগ পাবে না। নতুন আইনের অধীনে পরিচালিত অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশীয় স্বীকৃতির নীতিমালাসহ ‘অ্যাক্রেডিটেশনের’ যাবতীয় বিষয় দেখভাল করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, “আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলাপ করে আমাদের অ্যাক্রেডিশেনের ক্রাইটেরিয়া ঠিক করতে হবে।”