ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

মেডিকেলে ভর্তিযুদ্ধে এক লাখ ৩৯ হাজার আবেদন

  • আপডেট সময় : ০১:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য আবেদন পড়েছে এক লাখ ৩৯ হাজার ২১৭টি।
গতকাল রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার গণমাধ্যমকে এ তথ্য জানান। আবুল বাশার জানান, এবার এক লাখ ৩৯ হাজার ২১৭টি আবেদন পড়েছে। সে হিসেবে সরকারি-বেসরকারি মোট আসনের বিপরীতে ১৪ জন করে পরীক্ষা দেবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন রয়েছে চার হাজার ৩৫০টি এবং বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১০ হাজার ৫১৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে নামবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আসনপ্রতি প্রায় ১৪ জন পরীক্ষার্থী। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয়ে গত বৃহস্পতিবার। প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৬ মার্চ। ৭ মার্চ পর্যন্ত প্রবেশপত্র পাওয়া যাবে। ১০ মার্চ সকাল ১০টায় দেশের ১৯টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত বছর এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল, যা ছিল অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড। প্রতি আসনের বিপরীতে ৩৩ জন পরীক্ষার্থী ছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেলে ভর্তিযুদ্ধে এক লাখ ৩৯ হাজার আবেদন

আপডেট সময় : ০১:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য আবেদন পড়েছে এক লাখ ৩৯ হাজার ২১৭টি।
গতকাল রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার গণমাধ্যমকে এ তথ্য জানান। আবুল বাশার জানান, এবার এক লাখ ৩৯ হাজার ২১৭টি আবেদন পড়েছে। সে হিসেবে সরকারি-বেসরকারি মোট আসনের বিপরীতে ১৪ জন করে পরীক্ষা দেবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন রয়েছে চার হাজার ৩৫০টি এবং বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১০ হাজার ৫১৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে নামবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আসনপ্রতি প্রায় ১৪ জন পরীক্ষার্থী। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয়ে গত বৃহস্পতিবার। প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৬ মার্চ। ৭ মার্চ পর্যন্ত প্রবেশপত্র পাওয়া যাবে। ১০ মার্চ সকাল ১০টায় দেশের ১৯টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত বছর এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল, যা ছিল অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড। প্রতি আসনের বিপরীতে ৩৩ জন পরীক্ষার্থী ছিল।