বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর মেট গালা ২০২৫। আর সেই মঞ্চেই নতুন ইতিহাস গড়লেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। বেবিবাম্প নিয়ে মেট গালার রেড কার্পেটে হাঁটলেন তিনি—এটি প্রথমবারের মতো কোনো ভারতীয় অভিনেত্রীর এমন আবির্ভাব।
ভারতীয়দের মেট গালা যাত্রায় নতুন পালক
২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরে মেট গালায় ভারতীয়দের পদচারণা শুরু। এরপর দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের মতো তারকারা রেড কার্পেটে নজর কেড়েছেন। তবে কিয়ারা আদভানি এবার যোগ করলেন এক অভিনব মাত্রা—মাতৃত্বের গর্ব নিয়ে বিশ্বমঞ্চে নিজের উপস্থিতি।
সাজপোশাকে নারীসত্তার অনবদ্য প্রকাশ
গৌরব গুপ্তার ডিজাইন করা কালো লং গাউনে হাজির হয়েছিলেন কিয়ারা। পোশাকটিতে সোনালি জরির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল মা ও শিশুর সম্পর্কের নাড়ির টান—নারীত্বের এক নান্দনিক উদযাপন। গৌরব জানিয়েছেন, কিয়ার জন্য এই বিশেষ পোশাকটি তৈরি করা হয়েছিল মাতৃত্বের সৌন্দর্য ও নারীর শক্তিকে সম্মান জানিয়ে।
এছাড়াও, প্রয়াত ফ্যাশন আইকন আন্দ্রেঁ লিও টালে-কে সম্মান জানাতেও পোশাকটির মধ্যে অন্তর্নিহিত বার্তা রেখেছেন ডিজাইনার।
স্বামী সিদ্ধার্থের সঙ্গে নিউইয়র্ক সফর
ইভেন্টের দু’দিন আগে স্বামী ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নিউইয়র্কে পৌঁছান কিয়ারা। সেখান থেকেই হোটেল রুম থেকে নিজের আনন্দ ও উত্তেজনার বহিঃপ্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। তবে সোমবার রাতে রেড কার্পেটে তার আবির্ভাব ছিল আরও উজ্জ্বল, আরও গর্বিত।
মাতৃত্ব আর কাজ—দু’টোই উপভোগ করছেন কিয়ারা
অন্তঃসত্ত্বা হয়েও কিয়ারা কাজ থেকে বিরতি নিচ্ছেন না। বরং, মাতৃত্ব ও ক্যারিয়ার—দুটোকেই উপভোগ করছেন সমানতালে। এই ভারসাম্যই তাকে করে তুলেছে আধুনিক নারীত্বের প্রতীক।
উল্লেখ্য, ২০২৪ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় নজর কেড়েছিলেন কিয়ারা। আর এবার মেট গালার মাধ্যমে বিশ্বফ্যাশনের অঙ্গনে তার অভিষেক হলো বেবিবাম্প নিয়ে—যা অনেকের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত খুলে দিল।