আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক হামলা শুরুর পর ইউক্রেনে রাজধানী কিয়েভ ছাড়ছেন বাসিন্দারা। হামলা থেকে রক্ষা পেতে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিতে শুরু করেছেন অনেকে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবওয়ে স্টেশনগুলো মানুষের পূর্ণ। অনেকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে সেখানে অবস্থান করছেন। তারা দলে দলে সংগঠিত।
স্টেশনগুলোতে মানুষের ভীড় থাকলেও ট্রেনগুলো ফাঁকা। স্বাভাবিকভাবে এখনও ট্রেন চলছে।
কিয়েভ ছাড়ছেন বাসিন্দারা
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।
ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয় এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে মহাসড়কগুলোতে শহর ছেড়ে যেতে চাওয়া মানুষের গাড়ির মিছিল।
মেট্রো স্টেশনে আশ্রয় নিচ্ছেন কিয়েভের বাসিন্দারা
সোশ্যাল মিডিয়ায় অনেকেই আতঙ্ক প্রকাশ করে মন্তব্য করেছেন যে তারা বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয় কেন্দ্র এবং বেজমেন্টে আশ্রয় নিচ্ছেন।
কিয়েভে বৃটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইট করেছেন যে রাস্তায় অপেক্ষাকৃত কম মানুষ দেখা যাচ্ছে এবং মানুষকে ক্যাশ মেশিনগুলোতে লাইন দিতে দেখা যাচ্ছে
মেট্রো স্টেশনে আশ্রয় নিচ্ছেন কিয়েভের বাসিন্দারা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ