ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

মেট্রোর জয়যাত্রা থামিয়ে ফাইনালে রংপুর

  • আপডেট সময় : ০৮:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: কুয়াশাচ্ছন্ন দুপুরে টস জিতে মোহাম্মদ নাঈম শেখ বললেন, ‘১৬০-১৭০ রান করতে পারলে ভালো হবে।’ কিন্তু নাঈমসহ ব্যর্থ হলেন ঢাকা মেট্রোর সব ব্যাটসম্যন। কোনোমতে একশ ছাড়ানো পুঁজি নিয়ে তবু লড়াই করলেন বোলাররা। তবে শেষ পর্যন্ত সেটি যথেষ্ট হয়নি। প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠে গেল রংপুর। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে শনিবার মেট্রোর বিপক্ষে ৪ উইকেটে জিতেছে রংপুর। ১০৮ রানের লক্ষ্য ৪ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে আকবর আলির নেতৃত্বাধীন দল। টুর্নামেন্টের প্রথম পর্বে সাত ম্যাচের সবকটি জেতা একমাত্র দল ছিল মেট্রো। প্লে অফে তারা পেল প্রথম পরাজয়ের তেতো স্বাদ। তবে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ আছে তাদের। রোববার খুলনার বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে মেট্রো।
নিচু ও মন্থর উইকেটে স্বাভাবিকভাবেই দাপট দেখান বোলাররা। পুরো ম্যাচে ত্রিশ ছুঁতে পারেন শুধু একজন ব্যাটসম্যান। বোলারদের সবাইকে ছাপিয়ে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রংপুরের পেসার রবিউল হক। টস জিতে ব্যাটিং নিয়ে যেন দলের বিপদই ডেকে আনেন মোহাম্মদ নাঈম শেখ। একবারের জন্যও রানের গতিতে দম দিতে পারেননি মেট্রোর ব্যাটসম্যানরা। পাওয়ার প্লেতে ড্রেসিং রুমে ফেরেন নাঈম। পঞ্চাশের আগে একই পথে হাঁটেন সাদমান ইসলাম ও শামসুর রহমান। একপ্রান্ত ধরে রেখে ১৫ ওভার পর্যন্ত খেলেন ইমরানউজ্জামান। কিন্তু ৩০ রান করতে তিনি খেলে ফেলেন ৪২ বল। আমিনুল ইসলামের সঙ্গে আবু হায়দারের ২০ বলে ৩৪ রানের সপ্তম উইকেট জুটির সৌজন্যে একশ স্পর্শ করে মেট্রো। ২৪ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আমিনুল।

৮ বলে ১৬ রান করেন আবু হায়দার। ৪ ওভারে দুই মেইডেনসহ মাত্র ১১ রানে ১ উইকেট নেন রংপুরের অফ স্পিনার এনামুল হক। রান তাড়ায় রকিবুল ইসলামের দ্বিতীয় বল ছক্কায় ওড়ান চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। পরের বলে মারেন বাউন্ডারি। তবে এরপর ব্যাটসম্যানদের চেপে ধরেন দুই স্পিনার রকিবুল ও আলিস আল ইসলাম। পাওয়ার প্লেতে আসে মাত্র ২৮ রান। পঞ্চাশের আগে ড্রেসিং রুমের পথ ধরেন রিজওয়ান, আব্দুল্লাহ আল মামুন ও আকবর আলি। পরে নাঈম ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। আরিফুল ইসলাম ও তানবীর হায়দারের ৩১ বলে ৩১ রানের জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় রংপুর। আরিফুল ২২ রানে ফিরলেও ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তানবীর।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো: ২০ ওভারে ১০৭/৯ (ইমরানউজ্জামান ৩০, নাঈম ১১, সাদমান ১৩, শামসুর ০, মার্শাল ৩, আনিসুল ২, আমিনুল ২৩*, আবু হায়দার ১৬, রকিবুল ০, শহিদুল ২; মুকিদুল ৪-০-৩৩-০, এনামুল ৪-২-১১-১, আলাউদ্দিন ৪-০-২৫-২, আরিফ ৪-০-১৭-১, রবিউল ৪-০-১৯-৩)
রংপুর: ১৯.২ ওভারে ১০৮/৬ (রিজওয়ান ১৭, মামুন ১৭, নাঈম ১৬, আকবর ৭, তানবীর ২২*, আরিফুল ২২, আলাউদ্দিন ২, এনামুল ০*; রকিবুল ৪-০-২১-০, আলিস ৪-০-১৪-১, শহিদুল ৪-০-২৫-২, আবু হায়দার ৪-০-২৫-১, আমিনুল ৩.২-০-২২-০)
ফল: রংপুর ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রবিউল হক

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেট্রোর জয়যাত্রা থামিয়ে ফাইনালে রংপুর

আপডেট সময় : ০৮:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া প্রতিবেদক: কুয়াশাচ্ছন্ন দুপুরে টস জিতে মোহাম্মদ নাঈম শেখ বললেন, ‘১৬০-১৭০ রান করতে পারলে ভালো হবে।’ কিন্তু নাঈমসহ ব্যর্থ হলেন ঢাকা মেট্রোর সব ব্যাটসম্যন। কোনোমতে একশ ছাড়ানো পুঁজি নিয়ে তবু লড়াই করলেন বোলাররা। তবে শেষ পর্যন্ত সেটি যথেষ্ট হয়নি। প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠে গেল রংপুর। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে শনিবার মেট্রোর বিপক্ষে ৪ উইকেটে জিতেছে রংপুর। ১০৮ রানের লক্ষ্য ৪ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে আকবর আলির নেতৃত্বাধীন দল। টুর্নামেন্টের প্রথম পর্বে সাত ম্যাচের সবকটি জেতা একমাত্র দল ছিল মেট্রো। প্লে অফে তারা পেল প্রথম পরাজয়ের তেতো স্বাদ। তবে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ আছে তাদের। রোববার খুলনার বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে মেট্রো।
নিচু ও মন্থর উইকেটে স্বাভাবিকভাবেই দাপট দেখান বোলাররা। পুরো ম্যাচে ত্রিশ ছুঁতে পারেন শুধু একজন ব্যাটসম্যান। বোলারদের সবাইকে ছাপিয়ে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রংপুরের পেসার রবিউল হক। টস জিতে ব্যাটিং নিয়ে যেন দলের বিপদই ডেকে আনেন মোহাম্মদ নাঈম শেখ। একবারের জন্যও রানের গতিতে দম দিতে পারেননি মেট্রোর ব্যাটসম্যানরা। পাওয়ার প্লেতে ড্রেসিং রুমে ফেরেন নাঈম। পঞ্চাশের আগে একই পথে হাঁটেন সাদমান ইসলাম ও শামসুর রহমান। একপ্রান্ত ধরে রেখে ১৫ ওভার পর্যন্ত খেলেন ইমরানউজ্জামান। কিন্তু ৩০ রান করতে তিনি খেলে ফেলেন ৪২ বল। আমিনুল ইসলামের সঙ্গে আবু হায়দারের ২০ বলে ৩৪ রানের সপ্তম উইকেট জুটির সৌজন্যে একশ স্পর্শ করে মেট্রো। ২৪ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আমিনুল।

৮ বলে ১৬ রান করেন আবু হায়দার। ৪ ওভারে দুই মেইডেনসহ মাত্র ১১ রানে ১ উইকেট নেন রংপুরের অফ স্পিনার এনামুল হক। রান তাড়ায় রকিবুল ইসলামের দ্বিতীয় বল ছক্কায় ওড়ান চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। পরের বলে মারেন বাউন্ডারি। তবে এরপর ব্যাটসম্যানদের চেপে ধরেন দুই স্পিনার রকিবুল ও আলিস আল ইসলাম। পাওয়ার প্লেতে আসে মাত্র ২৮ রান। পঞ্চাশের আগে ড্রেসিং রুমের পথ ধরেন রিজওয়ান, আব্দুল্লাহ আল মামুন ও আকবর আলি। পরে নাঈম ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। আরিফুল ইসলাম ও তানবীর হায়দারের ৩১ বলে ৩১ রানের জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় রংপুর। আরিফুল ২২ রানে ফিরলেও ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তানবীর।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো: ২০ ওভারে ১০৭/৯ (ইমরানউজ্জামান ৩০, নাঈম ১১, সাদমান ১৩, শামসুর ০, মার্শাল ৩, আনিসুল ২, আমিনুল ২৩*, আবু হায়দার ১৬, রকিবুল ০, শহিদুল ২; মুকিদুল ৪-০-৩৩-০, এনামুল ৪-২-১১-১, আলাউদ্দিন ৪-০-২৫-২, আরিফ ৪-০-১৭-১, রবিউল ৪-০-১৯-৩)
রংপুর: ১৯.২ ওভারে ১০৮/৬ (রিজওয়ান ১৭, মামুন ১৭, নাঈম ১৬, আকবর ৭, তানবীর ২২*, আরিফুল ২২, আলাউদ্দিন ২, এনামুল ০*; রকিবুল ৪-০-২১-০, আলিস ৪-০-১৪-১, শহিদুল ৪-০-২৫-২, আবু হায়দার ৪-০-২৫-১, আমিনুল ৩.২-০-২২-০)
ফল: রংপুর ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রবিউল হক