নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেল লাইনে একটি ব্যাগ পড়ে থাকার ঘটনায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ। এতে যাত্রী সাধারণের ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তা এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনের মধ্যে মেট্রোরেল লাইনের ওপর একটা ব্যাগ পাওয়া যায়। সেটি অপসারণের জন্য দুপুর ৩টা ৪৪ মিনিট থেকে বিকেল ৪টা ৪ মিনিট পর্যন্ত (২০ মিনিট) ট্রেন চলাচলে সাময়িক মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।
আরো জানানো হয়, ব্যাগটা অপসারণ করা মাত্র ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
এসি/আপ্র/২৫/১১/২০২৫




















