নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গণপরিবহন মেট্রোরেলে যাত্রীচাহিদা বাড়তে থাকায় প্রতিদিন আরও ১০টি নতুন ট্রিপ চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
নতুন সূচি চালু হলে মেট্রোরেল চলবে আরও সকাল থেকে এবং রাত ১০টার পর পর্যন্ত। এতে প্রতিদিন প্রায় ২৩ হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বর্তমানে প্রতিদিন প্রায় সাড়ে ৩ থেকে ৪ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন। বিশেষ দিনে এ সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়ে যায়। ডিএমটিসিএলের লক্ষ্য দিনে ৫ লাখ যাত্রী পরিবহন করা। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে দিনে প্রায় ২০০টি ট্রিপ পরিচালনা করা হচ্ছে।
মেট্রোরেলের প্রতিটি ট্রেনে এখন ৬টি কোচ থাকলেও প্রকল্প পরিকল্পনায় ছিল ৮ কোচ চালু করার কথা। কিন্তু তিনটি কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি—
১. অতিরিক্ত কোচের জন্য প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এখনো স্থাপন হয়নি।
২. নতুন কোচ সংযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ নেই।
৩. বিদ্যমান ওভারহেড ক্যাটেনারি সিস্টেম বাড়তি বিদ্যুৎচাপ নিতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
বর্তমানে একটি ট্রেনে সর্বোচ্চ ২ হাজার ৩০০ জন যাত্রী ভ্রমণ করতে পারেন। নতুন ১০টি ট্রিপ চালু হলে দৈনিক আরও ২৩ হাজার যাত্রী পরিবহন করা যাবে।
ডিএমটিসিএলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সকাল ৬টার পর থেকে ট্রেনে যাত্রী ওঠা যাবে।
উত্তরা থেকে সকাল ৭টায়, মতিঝিল থেকে সকাল ৭টা ১০ ও ৭টা ২০ মিনিটে ট্রেন ছাড়তে পারে। বর্তমানে প্রথম ট্রেন ছাড়ে উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে এবং মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে। রাতেও নতুন ৬টি ট্রিপ যুক্ত হবে।
বর্তমানে শেষ ট্রেন ছাড়ে উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে।
নতুন সূচিতে শেষ ট্রেন ছাড়বে, উত্তরা থেকে রাত ৯:১০, ৯:২০ ও ৯:৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ৯:৫০, ১০:০০ ও ১০:১০ মিনিটে।
ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, এটি এখন স্টাডির পর্যায়ে আছে। স্টাডি শেষ হলে বিস্তারিত জানানো হবে। আমরা বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করছি।
ওআ/আপ্র/২১/০৯/২০২৫




















