ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গার লোকালয়ে বিরল প্রজাতির একটি মেছো বাঘ দেখা গিয়েছে। বাঘটি দেখতে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়। বনবিভাগের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা করেও বাঘটি ধরতে সক্ষম হয়নি। সোমবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লায় একটি রেইনট্রি গাছে বাঘটি দেখতে পায় স্থানীয়রা। দেখা গেছে, রেইনট্রি গাছের ৩০ থেকে ৩৫ ফুট উচ্চতায় গাছের দুই ডালের ফাঁকে বাঘটি অবস্থান করছে। বিকেল ৪টার দিকে বনবিভাগের একটি দল খবর পেয়ে বাঘটিকে ধরতে দুই ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হয়। ফরিদপুর বনবিভাগের রেঞ্জ অফিসের বনপ্রহরী জাহিদুল ইসলাম বলেন, এ বাঘটি বিরল প্রজাতির মেছো বাঘ।