ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

মেঘের গড়াগড়ি

  • আপডেট সময় : ১০:২৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ১১৫ বার পড়া হয়েছে

দিপংকর দাশ : মেঘ কন্যার কালো কেশে
বায়ুর ছড়াছড়ি
আকাশ বুকে সাদা কালো
মেঘের গড়াগড়ি।

হঠাৎ আকাশ কালো মেঘের
হঠাৎ আবার সাদার
রোদের ঝিলিক অকস্মাৎ-ই
মাঝখানে দেয় বাঁধা।

রোদ ও মেঘের মিলনমেলায়
রংধনু রঙ ছড়ায়
কালো মেঘের গর্জনে মন
ভীষণ রকম ডরায়।

সাদাকালো মেঘের খেলায়
আকাশ শুধু হাসে
হোক সাদা হোক কালো, আকাশ
দুটোই ভালোবাসে।

সব কিছু কম করে কাজটা করুন বেশী
বাদল রায় স্বাধীন

কম খাবারে তৃপ্ত আমি,কথা বলি কম,
কম বয়সে মরতে রাজি,আসে যদি যম।

কম ঘুমিয়ে বেশী কাজে,মনোনিবেশ করি,
ঝগড়া বিবাদ কম করে,বন্ধুত্বটা গড়ি।

কম খরচে পোষাক পড়ি,যাতায়াত ও কমে,
পড়লেখা কম করিনি,সেটা বলবে ম্যামে।

তাইতো আমি মার খেয়েছি,সত্যি অনেক কম,
পরীক্ষাটা দিতে গেলে,থাকতো মনে দম।

হৃদয় নিয়ে খেলা করাও,কমটা মাথায় ছিলো,
তাইতো পাড়ার লোকে বলতো,আমি ছেলে ভালো।

মিথ্যা বলার অভ্যাস ও কম,পাড়ার লোকে জানে,
সত্যবাদী বলে তাইতো,সবাই আমায় মানে।

মারামারি চল্লিশেও,হয়নি কারো সাথে,
তাইতো কেউ ছাঁই মারেনি,আমার বাড়া ভাতে।

বিয়ে শাদীর হিসাবও তাই,এক জনই বউ হলো,
কম সন্তানের থিউরিটা, করেছি ঠিক ফলো।

সব কিছু কম কম,কাজ করতে হয় বেশী,
বৃদ্ধকালটা কাটবে তবে, সবার হাসি খুশী।

কমের হিসাব মানতে পারলে,জীবন রঙ্গিন হবে
অতিরিক্ত কোন কিছুই, নয়তো ভালো ভবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মেঘের গড়াগড়ি

আপডেট সময় : ১০:২৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

দিপংকর দাশ : মেঘ কন্যার কালো কেশে
বায়ুর ছড়াছড়ি
আকাশ বুকে সাদা কালো
মেঘের গড়াগড়ি।

হঠাৎ আকাশ কালো মেঘের
হঠাৎ আবার সাদার
রোদের ঝিলিক অকস্মাৎ-ই
মাঝখানে দেয় বাঁধা।

রোদ ও মেঘের মিলনমেলায়
রংধনু রঙ ছড়ায়
কালো মেঘের গর্জনে মন
ভীষণ রকম ডরায়।

সাদাকালো মেঘের খেলায়
আকাশ শুধু হাসে
হোক সাদা হোক কালো, আকাশ
দুটোই ভালোবাসে।

সব কিছু কম করে কাজটা করুন বেশী
বাদল রায় স্বাধীন

কম খাবারে তৃপ্ত আমি,কথা বলি কম,
কম বয়সে মরতে রাজি,আসে যদি যম।

কম ঘুমিয়ে বেশী কাজে,মনোনিবেশ করি,
ঝগড়া বিবাদ কম করে,বন্ধুত্বটা গড়ি।

কম খরচে পোষাক পড়ি,যাতায়াত ও কমে,
পড়লেখা কম করিনি,সেটা বলবে ম্যামে।

তাইতো আমি মার খেয়েছি,সত্যি অনেক কম,
পরীক্ষাটা দিতে গেলে,থাকতো মনে দম।

হৃদয় নিয়ে খেলা করাও,কমটা মাথায় ছিলো,
তাইতো পাড়ার লোকে বলতো,আমি ছেলে ভালো।

মিথ্যা বলার অভ্যাস ও কম,পাড়ার লোকে জানে,
সত্যবাদী বলে তাইতো,সবাই আমায় মানে।

মারামারি চল্লিশেও,হয়নি কারো সাথে,
তাইতো কেউ ছাঁই মারেনি,আমার বাড়া ভাতে।

বিয়ে শাদীর হিসাবও তাই,এক জনই বউ হলো,
কম সন্তানের থিউরিটা, করেছি ঠিক ফলো।

সব কিছু কম কম,কাজ করতে হয় বেশী,
বৃদ্ধকালটা কাটবে তবে, সবার হাসি খুশী।

কমের হিসাব মানতে পারলে,জীবন রঙ্গিন হবে
অতিরিক্ত কোন কিছুই, নয়তো ভালো ভবে।