ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

‘মেঘের কপাট’ চলচ্চিত্রের যাত্রা শুরু

  • আপডেট সময় : ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • ১৫৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : নতুন বছরে এলো নতুন সিনেমার ঘোষণা। ওয়ালিদ আহমেদের পরিচালনা করবেন চলচ্চিত্র ‘মেঘের কপাট’। এর প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্ট। গতকাল ৮ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারস্থ ‘লা ভিঞ্চি’ হোটেলের বলরুমে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক নাম ঘোষণা ও যাত্রা শুরু হলো। সেই আয়োজনে উপস্থিত ছিলেন ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের গল্প রচয়িতা ও প্রযোজক আফরোজা মোমেন, পরিচালক ওয়ালিদ আহমেদ সহ চলচ্চিত্রটির শিল্পী-কলাকুশলীরা।
‘মেঘের কপাট’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাকিব হোসেইন ইভন। চলচ্চিত্রটির সবগুলো গান লিখেছেন ওয়ালিদ আহমেদ এবং সুর-সংগীত পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী। অনুষ্ঠানে জানানো হয়, আফরোজা মোমেনের গল্পে নির্মিত চলচ্চিত্রে এই প্রথমবার ওয়ালিদ আহমেদ যুক্ত হচ্ছেন। এর আগে মুক্তি প্রতিক্ষীত সাউথ ইন্ডিয়ান নায়ক এবং আমেরিকান নায়িকা নিয়ে ওয়ালিদ আহমেদ ‘লিভ ফর লাইফ’ শিরোনামের আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণে হাত দেন। অপরদিকে থিয়েটার থেকে আসা অভিনেতা রাকিব হোসেইন ইভনের এটি তৃতীয় চলচ্চিত্র। এর আগে সরকারি অনুদানপ্রাপ্ত ‘একটি না বলা গল্প’ এবং ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ এর ‘কুহেলিকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ইভন। পাশাপাশি টিভি বিজ্ঞাপন ও মঞ্চ নাটকেও কাজ করছেন তিনি। পরিচালক ওয়ালিদ আহমেদ জানান, ‘মেঘের কপাট’ চলচ্চিত্রে প্রেম, সংগীত, নিখাদ ভালোবাসা আর সুরে মগ্ন থাকবেন দর্শক। প্রকৃতির নির্মলতা সাথে নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় চলচ্চিত্রটির শুটিং হবে।’ আগামী মাস থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে এবং চলতি বছরের শেষ নাগাদ এটি মুক্তি পাবে বলে পরিচালক জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেঘের কপাট’ চলচ্চিত্রের যাত্রা শুরু

আপডেট সময় : ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২

বিনোদন প্রতিবেদক : নতুন বছরে এলো নতুন সিনেমার ঘোষণা। ওয়ালিদ আহমেদের পরিচালনা করবেন চলচ্চিত্র ‘মেঘের কপাট’। এর প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্ট। গতকাল ৮ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারস্থ ‘লা ভিঞ্চি’ হোটেলের বলরুমে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক নাম ঘোষণা ও যাত্রা শুরু হলো। সেই আয়োজনে উপস্থিত ছিলেন ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের গল্প রচয়িতা ও প্রযোজক আফরোজা মোমেন, পরিচালক ওয়ালিদ আহমেদ সহ চলচ্চিত্রটির শিল্পী-কলাকুশলীরা।
‘মেঘের কপাট’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাকিব হোসেইন ইভন। চলচ্চিত্রটির সবগুলো গান লিখেছেন ওয়ালিদ আহমেদ এবং সুর-সংগীত পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী। অনুষ্ঠানে জানানো হয়, আফরোজা মোমেনের গল্পে নির্মিত চলচ্চিত্রে এই প্রথমবার ওয়ালিদ আহমেদ যুক্ত হচ্ছেন। এর আগে মুক্তি প্রতিক্ষীত সাউথ ইন্ডিয়ান নায়ক এবং আমেরিকান নায়িকা নিয়ে ওয়ালিদ আহমেদ ‘লিভ ফর লাইফ’ শিরোনামের আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণে হাত দেন। অপরদিকে থিয়েটার থেকে আসা অভিনেতা রাকিব হোসেইন ইভনের এটি তৃতীয় চলচ্চিত্র। এর আগে সরকারি অনুদানপ্রাপ্ত ‘একটি না বলা গল্প’ এবং ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ এর ‘কুহেলিকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ইভন। পাশাপাশি টিভি বিজ্ঞাপন ও মঞ্চ নাটকেও কাজ করছেন তিনি। পরিচালক ওয়ালিদ আহমেদ জানান, ‘মেঘের কপাট’ চলচ্চিত্রে প্রেম, সংগীত, নিখাদ ভালোবাসা আর সুরে মগ্ন থাকবেন দর্শক। প্রকৃতির নির্মলতা সাথে নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় চলচ্চিত্রটির শুটিং হবে।’ আগামী মাস থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে এবং চলতি বছরের শেষ নাগাদ এটি মুক্তি পাবে বলে পরিচালক জানান।