বিনোদন ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে মিস আর্থ বাংলাদেশ ২০২৫ শিরোপাজয়ী সুমাইয়া হারুন সোমবার (২০ অক্টোবর) ফিলিপাইনে পৌঁছেছেন বিশ্বসেরা সৌন্দর্য প্রতিযোগিতাগুলোর একটি মিস আর্থ ২০২৫-এ অংশ নিতে।
এ বছর সুমাইয়া বাংলাদেশের দ্বিতীয় প্রতিনিধি হিসেবে মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ন্যাশনাল ডিরেক্টর মেঘনা আলমের নেতৃত্বে। বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচিত এই প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ণ যোগ্যতা ও মেধা নির্ভর জাতীয় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যেখানে অনলাইন আবেদন, সাক্ষাৎকার ও ব্যক্তিগত মূল্যায়নের পর সুমাইয়াকে নির্বাচিত করা হয়েছে।
মাইক্রোবায়োলজিতে স্নাতক সুমাইয়া হারুন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) বাস্তবায়নে অনুপ্রাণিত এবং কর্মক্ষেত্রে কানাডাভিত্তিক একটি প্রতিষ্ঠানে প্রবাসী উদ্যোক্তাদের ব্যবসা উন্নয়নে কাজ করছেন। একজন বাংলাদেশি কানাডিয়ান নারী হিসেবে তিনি বাংলাদেশের আধুনিক নারীর আত্মবিশ্বাস, মেধা, দেশপ্রেম ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির চমৎকার প্রতিফলন।
বিদেশ যাত্রার আগে মেঘনা আলম নিজে সুমাইয়াকে বিমানবন্দরে বিদায় জানান। তিনি বলেন, “বাংলাদেশের নারীশক্তিকে বিশ্বের সামনে তুলে ধরার আমাদের এই যাত্রা শুধু একটি প্রতিযোগিতা নয় এটি আমাদের সংস্কৃতি, জলবায়ু, ঐতিহ্য ও কূটনৈতিক সৌন্দর্যের আন্তর্জাতিক উপস্থাপনা। আমাদের নারীরা কেবল প্রতিনিধি নন; তারা আমাদের দেশের কণ্ঠস্বর, আমাদের নেতৃত্বের প্রতিচ্ছবি।”
মিস আর্থ বাংলাদেশ প্ল্যাটফর্মটি সবসময়ই নারীদের পরিবেশ-সচেতনতা, সংস্কৃতি ও জাতীয় গৌরবের দূত হিসেবে গড়ে তুলতে কাজ করছে। সুমাইয়া হারুনের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও বিশ্বমঞ্চে তার উপস্থিতি ও সম্ভাবনাময় নারীদের নেতৃত্বের বার্তা পৌঁছে দিচ্ছে।
ওআ/আপ্র/২০/১০/২০২৫