আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন। সোনোরা রাজ্যের হেরমোসিলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ওয়ালডোস স্টোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
শনিবার (১ নভেম্বর) দুপুর ২ টার দিকে এ বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির সোনোরা অঙ্গরাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো।
মেক্সিকান রেড ক্রসের সভাপতি কার্লোস ফ্রিনার জানিয়েছেন, নিহতদের মধ্যে ১২ জন নারী, ৫ জন পুরুষ, ৪ জন ছেলে এবং ২ জন মেয়ে রয়েছে।
গভর্নর আলফোনসো দুরাজো এক অনলাইন বার্তায় জানিয়েছেন, রাজধানী হার্মোসিলো শহরের ওয়ালডোস নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী রোসা ইসেলা রদ্রিগেজকে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সহায়তার জন্য একটি বিশেষ টিম পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।
সূত্র : আল-জাজিরা
এসি/আপ্র/০২/১১/২০২৫




















