আন্তর্জাতিক ডেস্ক : ওভারপাস আংশিক ধসে সড়কে পড়ে শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। গত সোমবার স্থানীয় সময় রাতে মেক্সিকো সিটির দক্ষিণপূর্বে এ দুর্ঘটনায় আহত ৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সম্প্রচারমাধ্যম মিলেনিও টিভিতে দেখানো এক ভিডিওতে ওভারপাসের একাংশকে ধসে নিচের ব্যস্ত সড়কে থাকা গাড়ির ওপর পড়তে দেখা গেছে। অলিভস স্টেশনের ১২ নম্বর লাইনে ওই ওভারপাস ধসের ঘটনাটি ঘটেছে বলে টুইটারে জানিয়েছে মেক্সিকোর বেসামরিক সুরক্ষা সংস্থা।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ওভারপাসের একাংশ ধসে পড়ার পর মেট্রো ট্রেনের দুটো বগিকে ঝুলে থাকতে দেখা গেছে। ওই বগিগুলো নিচে পড়ে আরও ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হতে পারে শঙ্কায় উদ্ধার তৎপরতা শুরুর কিছুক্ষণ পরই তা সাময়িক সময়ের জন্য স্থগিত করে দেওয়া হয়। এর আগে দমকলকর্মী ও জরুরি বিভাগের কর্মীরা বড় বড় মই নিয়ে ট্রেনের বগিগুলোতে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করেন
ঘটনাস্থলে একটি ক্রেন পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ওই ক্রেন দিয়ে ট্রেনের বগিগুলোকে স্থিতিশীল অবস্থায় আনার পর ‘সেগুলোর ভেতর আর কেউ আছেন কিনা’ তা খুঁজে দেখা হবে। দুর্ঘটনার পরপরই শহরের মেয়র ক্লডিয়া শিনবাম ঘটনাস্থলে ছুটে যান। ওভারপাসের একাংশ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে নিজেদের গাড়ির ভেতর আটকা পড়া এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আহত যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর, জানিয়েছেন শিনবাম। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মেক্সিকোতে রেল ওভারপাস ধসে নিহত ২০
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ