ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে প্রাণ হারালেন জিউসেপ্পে

  • আপডেট সময় : ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ফুটবল মাঠে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। কিন্তু একটি মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পর্কিত আরেকটি মৃত্যুর ঘটনা হয়তো এটাই প্রথম। তিন বছর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া ছোট ভাইয়ের স্মরণে খেলতে নেমে এবার প্রাণ হারালেন বড় ভাই। গত বুধবার ইতালি নেপলসে এমন ঘটনায় ঘটেছে। সালটা ২০১৮। সাইকেল চালানোর সময় হার্ট অ্যাটাক করে মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন জিউসেপ্পের ছোট ভাই রোকো পেরিনো। তখন তার বয়স ছিল ২৪ বছর। সেই ভাইয়ের স্মরণেই বিশেষ ম্যাচের ব্যবস্থা করেছিলেন জিউসেপ্পে।
সেই ম্যাচে খেলতে নামেন সুস্থ-স্বাভাবিক এক টগবগে যুবক। যার বয়স সবে ২৯। হঠাৎ করে মাঠের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় জিউসেপ্পের। আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ফুটবল তারকা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচ চলাকালে মাঠেই হার্ট অ্যাটাক হয় পেরিনো জিউসেপ্পের। মাঠে চিকিৎসক দল ছুটে গেলেও কাজ হয়নি। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। যদিও স্থানীয় কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর কারণ খুঁজে বের করতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ২৯ বছর বয়সী এ ফুটবলার খেলতেন ইতালির ক্লাব ফুটবলে। ইবোলিতানা থেকে ২০১২ সালে তিনি পার্মায় যোগ দিয়েছিলেন। কিন্তু বর্তমানে সিরি ‘বি’-তে খেলা ক্লাবটির মূল দলের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে পারেননি। সে বছরই তাঁকে বেল্লারিয়া মারিনা ক্লাবে ধারে পাঠায় পার্মা। পরের বছর ভিগর লামেজিয়া ক্লাবেও ধারে খেলেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে প্রাণ হারালেন জিউসেপ্পে

আপডেট সময় : ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : ফুটবল মাঠে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। কিন্তু একটি মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পর্কিত আরেকটি মৃত্যুর ঘটনা হয়তো এটাই প্রথম। তিন বছর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া ছোট ভাইয়ের স্মরণে খেলতে নেমে এবার প্রাণ হারালেন বড় ভাই। গত বুধবার ইতালি নেপলসে এমন ঘটনায় ঘটেছে। সালটা ২০১৮। সাইকেল চালানোর সময় হার্ট অ্যাটাক করে মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন জিউসেপ্পের ছোট ভাই রোকো পেরিনো। তখন তার বয়স ছিল ২৪ বছর। সেই ভাইয়ের স্মরণেই বিশেষ ম্যাচের ব্যবস্থা করেছিলেন জিউসেপ্পে।
সেই ম্যাচে খেলতে নামেন সুস্থ-স্বাভাবিক এক টগবগে যুবক। যার বয়স সবে ২৯। হঠাৎ করে মাঠের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় জিউসেপ্পের। আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ফুটবল তারকা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচ চলাকালে মাঠেই হার্ট অ্যাটাক হয় পেরিনো জিউসেপ্পের। মাঠে চিকিৎসক দল ছুটে গেলেও কাজ হয়নি। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। যদিও স্থানীয় কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর কারণ খুঁজে বের করতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ২৯ বছর বয়সী এ ফুটবলার খেলতেন ইতালির ক্লাব ফুটবলে। ইবোলিতানা থেকে ২০১২ সালে তিনি পার্মায় যোগ দিয়েছিলেন। কিন্তু বর্তমানে সিরি ‘বি’-তে খেলা ক্লাবটির মূল দলের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে পারেননি। সে বছরই তাঁকে বেল্লারিয়া মারিনা ক্লাবে ধারে পাঠায় পার্মা। পরের বছর ভিগর লামেজিয়া ক্লাবেও ধারে খেলেন তিনি।