ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

মৃত্যুর কাছে হেরে গেলেন মিজান

  • আপডেট সময় : ০৭:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাট সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত মিজানুর রহমান (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পাঁচ দিন পর গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে মারা যান তিনি। শিক্ষার্থী মিজানুর রহমান জয়পুরহাট সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। তিনি বগুড়ার শাজাহানপুর ফুলদিঘী মধ্যপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। মিজানুর তার মা তানজিলা খাতুনকে নিয়ে জয়পুরহাট শহরের মাস্টার পাড়াতে ভাড়া বাসায় থাকতেন। জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মিজানুর রহমান গত ১২ অক্টোবর মোটরসাইকেলে করে তার মাকে জয়পুরহাট শহরে নামিয়ে দিয়ে মঙ্গলবাড়ি বাজারে যাচ্ছিলেন। পথে মধ্যে শিমুলতলী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। নিহত মিজানুরের বন্ধু বিজয় হাসান বলেন, মিজানুর আমাদের ভালো বন্ধু ছিল। সে সেবামূলক বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবক হিসেবে থাকত। এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। তার কোনো ভাই বা বোন নেই, সে একাই। তার বাবাও অনেকদিন আগে মারা গেছেন। তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

মৃত্যুর কাছে হেরে গেলেন মিজান

আপডেট সময় : ০৭:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাট সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত মিজানুর রহমান (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পাঁচ দিন পর গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে মারা যান তিনি। শিক্ষার্থী মিজানুর রহমান জয়পুরহাট সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। তিনি বগুড়ার শাজাহানপুর ফুলদিঘী মধ্যপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। মিজানুর তার মা তানজিলা খাতুনকে নিয়ে জয়পুরহাট শহরের মাস্টার পাড়াতে ভাড়া বাসায় থাকতেন। জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মিজানুর রহমান গত ১২ অক্টোবর মোটরসাইকেলে করে তার মাকে জয়পুরহাট শহরে নামিয়ে দিয়ে মঙ্গলবাড়ি বাজারে যাচ্ছিলেন। পথে মধ্যে শিমুলতলী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। নিহত মিজানুরের বন্ধু বিজয় হাসান বলেন, মিজানুর আমাদের ভালো বন্ধু ছিল। সে সেবামূলক বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবক হিসেবে থাকত। এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। তার কোনো ভাই বা বোন নেই, সে একাই। তার বাবাও অনেকদিন আগে মারা গেছেন। তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।

আজকের প্রত্যাশা/কেএমএএ