ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

মৃত্যুর একদিন আগে বিয়ে, ৫৪ কোটি টাকার সম্পদ রেখে গেলেন

  • আপডেট সময় : ০৯:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: আয়ারল্যান্ডে এক ধনাঢ্য ব্যক্তিকে মৃত্যুর মাত্র একদিন আগে বিয়ে করে এখন আলোচনার কেন্দ্রে লিসা ফ্লাহার্টি। ৭৫ বছর বয়সী জোসেফ গ্রোগানের মৃত্যুর একদিন আগে তারা বিয়ে করেন। এর পরদিনই ক্যানসারে আক্রান্ত গ্রোগান মারা যান। গ্রোগান রেখে গেছেন ২২০ একর জমিসহ ৫৪ কোটি টাকার সম্পদ, যার উত্তরাধিকার হতে পারেন সদ্যবিধবা ফ্লাহার্টি।

এই ঘটনা সামনে আসার পর আয়ারল্যান্ডের অফালি কাউন্টির বাসিন্দা ফ্লাহার্টিকে অর্থলোভী হিসেবে সমালোচনা করা হচ্ছে। অনেকেই অভিযোগ করছেন, তিনি পরিকল্পিতভাবে মৃত্যুর ঠিক আগে ধনী কৃষিজমির মালিককে বিয়ে করেছেন, যাতে সম্পদের মালিক হতে পারেন। তবে ফ্লাহার্টির বন্ধুরা বলছেন, এটি ছিল ভালোবাসার সম্পর্ক, যেটি শুরু হয়েছিল তাদের কিশোর বয়সেই।

জোসেফ গ্রোগানের বন্ধু জো কিস বলেন, এই গল্পে অর্থের প্রশ্ন তুলে যে কথা বলা হচ্ছে, তা একেবারেই ভ্রান্ত। লিসা ও জো দুজনেই এই কমিউনিটিতে অত্যন্ত সম্মানিত ছিলেন। লিসা অর্থের জন্য তার যত্ন করেননি।
ফ্লাহার্টির আরেক বন্ধু বলেছেন, জো’র নিজের পরিবারের চেয়েও লিসা তার যত্ন বেশি নিয়েছেন। তিনি যখন মৃত্যুর মুখোমুখি ছিলেন, তখন পাশে ছিলেন লিসাই। তাদের সম্পর্ক ছিল গভীর ও নিবেদিত। তবে, জোসেফ গ্রোগানের মৃত্যুর ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকে পুলিশি তদন্তের দাবি উঠেছে। পরিবার দাবি করেছে, তারা জানতেনই না যে, জো ও লিসা সম্পর্কে ছিলেন, কিংবা বিয়ের কথাও তাদের জানা ছিল না। ফলে মৃত্যুর সময় তারা কেউই উপস্থিত ছিলেন না।

গ্রোগান ও ফ্লাহার্টির বিয়ে হয় ২০২৩ সালের ১৪ এপ্রিল, আর ১৫ এপ্রিল মৃত্যু ঘটে গ্রোগানের। তড়িঘড়ি করে তার মৃতদেহ সংরক্ষণ করায় মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট করোনার। তদন্তে দায়িত্বপ্রাপ্ত আদালত মৃত্যুকে ফৌজদারি তদন্তের আওতায় আনার আবেদন নাকচ করে দিয়েছে।

২০২৩ সালে জোসেফ গ্রোগানের স্টেজ-৪ নন-হজকিন লিম্ফোমা ধরা পড়ে। এরপরই ফ্লাহার্টি তার দেখাশোনা করতে স্ক্রেগানের বাড়িতে উঠে যান। তার আগের সংসারে তিন সন্তান রয়েছে। চিকিৎসার সময়েই তারা বাগদান করেন এবং পরে বিয়ে হয়। ফ্লাহার্টির বন্ধুরা বলছেন, তিনি শুধু সহানুভূতির বশে নয়, বরং ভালোবাসা থেকেই জোসেফের দেখভাল করতেন। স্ক্রেগানের বাসিন্দারা জানান, গ্রোগান ছিলেন ফ্লাহার্টির সন্তানদের জন্য পিতৃতুল্য এবং তার নিজের কোনো সন্তান ছিল না। গ্রোগানের পরিবারের আইনজীবী বলেন, মৃত্যুর পারিপার্শ্বিকতা সন্দেহজনক এবং বিষয়টি আরো তদন্তযোগ্য। তবে করোনার আদালত ফরেনসিক তদন্তের প্রয়োজন নেই বলে মত দিয়েছেন। ফ্লাহার্টির আইনগতভাবে ৪.৭ মিলিয়ন পাউন্ডের মালিকানা পাওয়ার পথ আপাতত উন্মুক্ত। যদিও এ বিষয়ে গ্রোগান পরিবার আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সূত্র: উইয়ন নিউজ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মৃত্যুর একদিন আগে বিয়ে, ৫৪ কোটি টাকার সম্পদ রেখে গেলেন

আপডেট সময় : ০৯:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

প্রত্যাশা ডেস্ক: আয়ারল্যান্ডে এক ধনাঢ্য ব্যক্তিকে মৃত্যুর মাত্র একদিন আগে বিয়ে করে এখন আলোচনার কেন্দ্রে লিসা ফ্লাহার্টি। ৭৫ বছর বয়সী জোসেফ গ্রোগানের মৃত্যুর একদিন আগে তারা বিয়ে করেন। এর পরদিনই ক্যানসারে আক্রান্ত গ্রোগান মারা যান। গ্রোগান রেখে গেছেন ২২০ একর জমিসহ ৫৪ কোটি টাকার সম্পদ, যার উত্তরাধিকার হতে পারেন সদ্যবিধবা ফ্লাহার্টি।

এই ঘটনা সামনে আসার পর আয়ারল্যান্ডের অফালি কাউন্টির বাসিন্দা ফ্লাহার্টিকে অর্থলোভী হিসেবে সমালোচনা করা হচ্ছে। অনেকেই অভিযোগ করছেন, তিনি পরিকল্পিতভাবে মৃত্যুর ঠিক আগে ধনী কৃষিজমির মালিককে বিয়ে করেছেন, যাতে সম্পদের মালিক হতে পারেন। তবে ফ্লাহার্টির বন্ধুরা বলছেন, এটি ছিল ভালোবাসার সম্পর্ক, যেটি শুরু হয়েছিল তাদের কিশোর বয়সেই।

জোসেফ গ্রোগানের বন্ধু জো কিস বলেন, এই গল্পে অর্থের প্রশ্ন তুলে যে কথা বলা হচ্ছে, তা একেবারেই ভ্রান্ত। লিসা ও জো দুজনেই এই কমিউনিটিতে অত্যন্ত সম্মানিত ছিলেন। লিসা অর্থের জন্য তার যত্ন করেননি।
ফ্লাহার্টির আরেক বন্ধু বলেছেন, জো’র নিজের পরিবারের চেয়েও লিসা তার যত্ন বেশি নিয়েছেন। তিনি যখন মৃত্যুর মুখোমুখি ছিলেন, তখন পাশে ছিলেন লিসাই। তাদের সম্পর্ক ছিল গভীর ও নিবেদিত। তবে, জোসেফ গ্রোগানের মৃত্যুর ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকে পুলিশি তদন্তের দাবি উঠেছে। পরিবার দাবি করেছে, তারা জানতেনই না যে, জো ও লিসা সম্পর্কে ছিলেন, কিংবা বিয়ের কথাও তাদের জানা ছিল না। ফলে মৃত্যুর সময় তারা কেউই উপস্থিত ছিলেন না।

গ্রোগান ও ফ্লাহার্টির বিয়ে হয় ২০২৩ সালের ১৪ এপ্রিল, আর ১৫ এপ্রিল মৃত্যু ঘটে গ্রোগানের। তড়িঘড়ি করে তার মৃতদেহ সংরক্ষণ করায় মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট করোনার। তদন্তে দায়িত্বপ্রাপ্ত আদালত মৃত্যুকে ফৌজদারি তদন্তের আওতায় আনার আবেদন নাকচ করে দিয়েছে।

২০২৩ সালে জোসেফ গ্রোগানের স্টেজ-৪ নন-হজকিন লিম্ফোমা ধরা পড়ে। এরপরই ফ্লাহার্টি তার দেখাশোনা করতে স্ক্রেগানের বাড়িতে উঠে যান। তার আগের সংসারে তিন সন্তান রয়েছে। চিকিৎসার সময়েই তারা বাগদান করেন এবং পরে বিয়ে হয়। ফ্লাহার্টির বন্ধুরা বলছেন, তিনি শুধু সহানুভূতির বশে নয়, বরং ভালোবাসা থেকেই জোসেফের দেখভাল করতেন। স্ক্রেগানের বাসিন্দারা জানান, গ্রোগান ছিলেন ফ্লাহার্টির সন্তানদের জন্য পিতৃতুল্য এবং তার নিজের কোনো সন্তান ছিল না। গ্রোগানের পরিবারের আইনজীবী বলেন, মৃত্যুর পারিপার্শ্বিকতা সন্দেহজনক এবং বিষয়টি আরো তদন্তযোগ্য। তবে করোনার আদালত ফরেনসিক তদন্তের প্রয়োজন নেই বলে মত দিয়েছেন। ফ্লাহার্টির আইনগতভাবে ৪.৭ মিলিয়ন পাউন্ডের মালিকানা পাওয়ার পথ আপাতত উন্মুক্ত। যদিও এ বিষয়ে গ্রোগান পরিবার আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সূত্র: উইয়ন নিউজ