ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই : সঞ্জয় দত্ত

  • আপডেট সময় : ০৯:৪৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ২০২০ সালটা বেশ কঠিন ছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের কাছে। কারণ ওই বছরই ক্যানসার ধরা পড়েছিল এই বলি তারকার। বিষয়টি জানতে পেরে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। সেই সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সঙ্গে সেকথা শেয়ার করে নিয়েছিলেন তিনি। এরপর দেশে বিদেশে মাস কয়েক টানা চিকিৎসা চলে অভিনেতার। পরবর্তীতে সঞ্জয় দত্ত জানান, তিনি ক্যানসার মুক্ত। আগের থেকে ভালো আছেন। সুস্থ হয়ে কাজেও যোগ দিয়েছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে বড় বড় প্রোজেক্টের কাজও। সম্প্রতি দিল্লিতে একটি প্রেস কনফারেন্স চলাকালীন নিজের কাজ প্রসঙ্গে মুখ খুলেছেন সঞ্জয়। তিনি জানিয়েছে, ভারতীয় সিনেমার প্রতি তার ভালোবাসা এবং শিল্পের অংশ হতে পারাটা কতটা গর্বের বিষয়। অভিনেতা বলেছেন, ‘আমি একজন শিল্পী। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই। যদি ঈশ্বর চান।’
সঞ্জয় আরও বলেন, ‘আমি যেটাই করি, ভালোবেসে করি। আমি যে চরিত্রেই অভিনয় করি না কেন, খুব ভালোবেসে করি। ৪৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে যা করে এসেছি, খুবই এনজয় করেছি। এখন আমি শিল্পে তরুণ প্রতিভাদের আসতে দেখছি।’ যশ, রণবীর, রাম চরণ এবং অন্যান্য অভিনেতাদের প্রশংসা করে অভিনেতা বলেন, ‘যখন আমি যশের দিকে তাকাই তখন ২০-৩০ বছর আগের নিজেকে দেখি। আজ ও যা অর্জন করেছে তা দেখে আমি তাকে নিয়ে গর্ব অনুভব করি। আমি যখন রণবীর, যশ, রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর মতো অভিনেতাদের দেখি, তখন নিজের খুব আনন্দ হয়, আমাদের ভারতীয় চলচ্চিত্র পরিবারে অনেক প্রতিভাবান অভিনেতা রয়েছেন।’ মুক্তির অপেক্ষায় রয়েছে সঞ্জয় দত্তের পরবর্তী সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার টু’। ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে যশ, রাবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টি, প্রকাশ রাজকে। এছাড়াও ‘পৃথ্বীরাজ’, ‘শমশেরা’র মতো একধিক ছবিতে দেখা যাবে অভিনেতাকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই : সঞ্জয় দত্ত

আপডেট সময় : ০৯:৪৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্ক : ২০২০ সালটা বেশ কঠিন ছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের কাছে। কারণ ওই বছরই ক্যানসার ধরা পড়েছিল এই বলি তারকার। বিষয়টি জানতে পেরে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। সেই সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সঙ্গে সেকথা শেয়ার করে নিয়েছিলেন তিনি। এরপর দেশে বিদেশে মাস কয়েক টানা চিকিৎসা চলে অভিনেতার। পরবর্তীতে সঞ্জয় দত্ত জানান, তিনি ক্যানসার মুক্ত। আগের থেকে ভালো আছেন। সুস্থ হয়ে কাজেও যোগ দিয়েছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে বড় বড় প্রোজেক্টের কাজও। সম্প্রতি দিল্লিতে একটি প্রেস কনফারেন্স চলাকালীন নিজের কাজ প্রসঙ্গে মুখ খুলেছেন সঞ্জয়। তিনি জানিয়েছে, ভারতীয় সিনেমার প্রতি তার ভালোবাসা এবং শিল্পের অংশ হতে পারাটা কতটা গর্বের বিষয়। অভিনেতা বলেছেন, ‘আমি একজন শিল্পী। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই। যদি ঈশ্বর চান।’
সঞ্জয় আরও বলেন, ‘আমি যেটাই করি, ভালোবেসে করি। আমি যে চরিত্রেই অভিনয় করি না কেন, খুব ভালোবেসে করি। ৪৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে যা করে এসেছি, খুবই এনজয় করেছি। এখন আমি শিল্পে তরুণ প্রতিভাদের আসতে দেখছি।’ যশ, রণবীর, রাম চরণ এবং অন্যান্য অভিনেতাদের প্রশংসা করে অভিনেতা বলেন, ‘যখন আমি যশের দিকে তাকাই তখন ২০-৩০ বছর আগের নিজেকে দেখি। আজ ও যা অর্জন করেছে তা দেখে আমি তাকে নিয়ে গর্ব অনুভব করি। আমি যখন রণবীর, যশ, রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর মতো অভিনেতাদের দেখি, তখন নিজের খুব আনন্দ হয়, আমাদের ভারতীয় চলচ্চিত্র পরিবারে অনেক প্রতিভাবান অভিনেতা রয়েছেন।’ মুক্তির অপেক্ষায় রয়েছে সঞ্জয় দত্তের পরবর্তী সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার টু’। ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে যশ, রাবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টি, প্রকাশ রাজকে। এছাড়াও ‘পৃথ্বীরাজ’, ‘শমশেরা’র মতো একধিক ছবিতে দেখা যাবে অভিনেতাকে।