নিজস্ব প্রতিবেদক: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এ আনীত পরিবর্তনসমূহ নিয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, মোহাম্মদপুর আয়োজিত সেমিনারটি গত রোববার শ্যামলীর রিং রোডের প্রিন্স বাজার ভবনে হয়।
প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত কমিশনার কাজী ফরিদ উদ্দীন (ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট) গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি সাম্প্রতিক সময়ে জারিকৃত এস আর ও এর মাধ্যমে আনীত বিবিধ পণ্য ও সেবার পরিবর্তিত হারসহ ভ্যাট বিষয়ক প্রতিষ্ঠান প্রতিনিধিগণের প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, এনজিও, সরকারী দপ্তর, স্বায়ত্তশাসিত এবং আধাসরকারি দপ্তর ও গার্মেন্টস সেক্টরসহ মোট ৪০ টি প্রতিষ্ঠানের ৪৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপস্থিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ইউল্যাব, সিএমপিই, পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থা, প্রিন্স বাজার লিমিটেড, সিনেকস ইঞ্জিনিয়ারিং লি:, ডিএসকে, কাজী অ্যান্ড কাজী টি, আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন উল্লেখযোগ্য। ভ্যাট আইনের পরিবর্তনসমূহ এবং উৎসে কর কর্তন বিষয়ক দিক-নির্দেশনামূলক আলোচনা উপস্থিত প্রতিনিধিগণের মাঝে নতুন প্রাণ সঞ্চার করে।