ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি সপ্তাহে বাড়ছে নীতি সুদহার

  • আপডেট সময় : ০২:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবিলায় চলতি সপ্তাহে আবারও পলিসি রেট বা নীতি সুদহার বৃদ্ধি করবে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ তথ্য জানিয়েছেন। গভর্নর বলেন, নীতি সুদহার চলতি সপ্তাহে আবারও বাড়ানো হবে। এরপর আগামী মাসে আবার বৃদ্ধি করা হবে। এদিকে বর্তমানে নীতি সুদহার ৯ শতাংশে রয়েছে। প্রসঙ্গত গত বছরের মার্চ থেকে দেশের মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শের সঙ্গে মিল রেখে নীতি সুদহার বাড়ানো হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশে দাঁড়ানোর পর এ বছরের জুলাইয়ে ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৬৬ শতাংশ হয়, যা অন্তত ২০১০-১১ অর্থবছরের পর সর্বোচ্চ। গত অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ছিল মূল্যস্ফীতি। দাম নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক ২০২২ সালের মে মাস থেকে বেশ কয়েকবার সংকোচনমূলক নীতি অনুসরণ করছে এবং পলিসি রেট বাড়াচ্ছে। নীতি সুদহার বাড়ানোর ফলে ব্যাংক ঋণের সুদ বেড়েছে এবং ঋণ নেওয়া আগের চেয়ে ব্যয়বহুল হয়ে পড়েছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি সপ্তাহে বাড়ছে নীতি সুদহার

আপডেট সময় : ০২:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবিলায় চলতি সপ্তাহে আবারও পলিসি রেট বা নীতি সুদহার বৃদ্ধি করবে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ তথ্য জানিয়েছেন। গভর্নর বলেন, নীতি সুদহার চলতি সপ্তাহে আবারও বাড়ানো হবে। এরপর আগামী মাসে আবার বৃদ্ধি করা হবে। এদিকে বর্তমানে নীতি সুদহার ৯ শতাংশে রয়েছে। প্রসঙ্গত গত বছরের মার্চ থেকে দেশের মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শের সঙ্গে মিল রেখে নীতি সুদহার বাড়ানো হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশে দাঁড়ানোর পর এ বছরের জুলাইয়ে ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৬৬ শতাংশ হয়, যা অন্তত ২০১০-১১ অর্থবছরের পর সর্বোচ্চ। গত অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ছিল মূল্যস্ফীতি। দাম নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক ২০২২ সালের মে মাস থেকে বেশ কয়েকবার সংকোচনমূলক নীতি অনুসরণ করছে এবং পলিসি রেট বাড়াচ্ছে। নীতি সুদহার বাড়ানোর ফলে ব্যাংক ঋণের সুদ বেড়েছে এবং ঋণ নেওয়া আগের চেয়ে ব্যয়বহুল হয়ে পড়েছে।