প্রত্যাশা ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে মূল্যবান খনিজের সন্ধানে হাজির হয়েছে চীনারা। জানা গিয়েছে, আফগানিস্তানে মজুত বহুমুল্য লিথিয়াম ধাতুর সন্ধান শুরু করবে বেজিং থেকে আসা বিশেষজ্ঞদের দলটি। ব্যাটারি নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদার্থ হচ্ছে লিথিয়াম। যানবাহন, মোবাইল ফোন ও ল্যাপটপ ইত্যাদিতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। ফলে এই পদার্থের গুরুত্ব অপরিসীম। মূলত চীন থেকেই ব্যাটারি শিল্পের কাঁচামাল এবং খনিজ আকরিক আসে এশিয়ার বিভিন্ন দেশে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা লিথিয়ামের ভা-ার নিজেদের বাগে আনতে চাইছে জিনপিং প্রশাসন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে, বিশেষ ভিসায় আফগানিস্তানে পৌঁছে কাজ শুরু করে দিয়েছেন চীনা বিশেষজ্ঞরা। ইতিমধ্যে লিথিয়াম খনির খোঁজে বেশ কয়েকটি জায়গায় পরীক্ষা চালিয়েছেন তারা। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মঞ্চে আমেরিকাকে কোণঠাসা করতে তালেবানের পাশে দাঁড়িয়েছে চীন। এছাড়া, সেখানে ভারতের প্রভাব খর্ব করতেও মরিয়া বেজিং। একইসঙ্গে, পাহাড়ি দেশটির কয়েক লক্ষ কোটি টাকার বহুমূল্য খনিজ ভা-ারের দখল নিতেও সচেষ্ট হয়েছে চীন।
উল্লেখ্য, টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে যুদ্ধ করেছে আমেরিকা। আর সেই যুদ্ধ শেষ করায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ। কাতারের রাজধানী দোহায় বিগত বছর দুয়েক ধরে তালিবানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি। কার্যত, তার জন্যই আফগানিস্তান নিয়ে তালিবানের সঙ্গে শান্তিচুক্তি করে আমেরিকা এবং সেদেশ থেকে সৈন্যবাহিনী সরিয়ে ফেলে ওয়াশিংটন। কিন্তু গত আগস্ট মাসে পাহাড়ি দেশটি থেকে মার্কিন ফৌজ চলে যাওয়ার পর কাবুল দখল করে তালিবান। আর তারপর থেকেই সেখানে উপস্থিতি বড়াচ্ছে চীন ও রাশিয়া।
মূল্যবান খনিজের সন্ধানে আফগানিস্তানে হাজির চীন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ