ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

মুহূর্তেই ‘হ্যাঁ’ বলে দিয়েছি: নিধি

  • আপডেট সময় : ০২:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ২০১৭ সালে ‘মুন্না মাইকেল’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন নিধি আগারওয়াল। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন টাইগার শ্রফ ও নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে। কিন্তু ছবিটি সাফল্য পায়নি। তাই নিজের ক্যারিয়ার পরখ করার জন্য নাম লেখান দক্ষিণী সিনেমায়। সেখানে তার ভাগ্য প্রসন্ন হয়, আর দারুণ সাফল্য মেলে। কয়েক বছরের বিরতির পর আবারও হিন্দি সিনেমায় ফিরলেন নিধি। তবে বড় পর্দার জন্য নয়, ওটিটি দিয়েই তার এই প্রত্যাবর্তন। ছবির নাম ‘আকিদো: আ রিভেঞ্জ ড্রামা’। এটি নির্মাণ করেছেন অভিষেক জসওয়াল। প্রযোজনায় প্রেরণা আরোরা। এর মাধ্যমে ওটিটি জগতেও অভিষেক হচ্ছে নিধির। ছবিটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলিউড হাঙ্গামাকে নিধি আগারওয়াল বললেন, “এত ভালো একটি চিত্রনাট্য যে, নিজেকে ধরে রাখতে পারিনি আমি। এটা এমন একটি সিনেমা, যেটা আমি নিজেও দর্শক হিসেবে দেখতে পছন্দ করবো। তাই নির্মাতা প্রেরণা আরোরা যখন আমাকে কল করেছিলেন, আমি মুহুর্তেই ‘হ্যাঁ’ বলে দিয়েছি। সেই সঙ্গে বলেছিলাম, ছবিটির জন্য শিডিউল যেভাবেই হোক মিলিয়ে নেবো।’’ বলিউডে ফেরার মাধ্যমে এখন সমানতালে তিনটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন নিধি; তেলুগু, তামিল ও হিন্দি। তার ভাষ্য, ‘আমি অপেক্ষায় ছিলাম এমন একটি গল্পের জন্য, যেটা নিজের খুব পছন্দ হবে। এটাকে তেমনই মনে হয়েছে।’ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিধিকে আগামীতে দেখা যাবে দুটি বড় সিনেমায়। একটি পবন কল্যাণের সঙ্গে ‘হারি হারা ভিরা মাল্লু’; অন্যটি সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘রাজা সাব’। দুটি ছবিতেই মূল নায়িকার ভূমিকায় আছেন তিনি। এর আগে নিধিকে দক্ষিণের ‘ইসমার্ট শংকর’, ‘কালাগা থালাইভা’র মতো সফল ছবিতে দেখা গেছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যা, কারণ অজানা

মুহূর্তেই ‘হ্যাঁ’ বলে দিয়েছি: নিধি

আপডেট সময় : ০২:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: ২০১৭ সালে ‘মুন্না মাইকেল’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন নিধি আগারওয়াল। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন টাইগার শ্রফ ও নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে। কিন্তু ছবিটি সাফল্য পায়নি। তাই নিজের ক্যারিয়ার পরখ করার জন্য নাম লেখান দক্ষিণী সিনেমায়। সেখানে তার ভাগ্য প্রসন্ন হয়, আর দারুণ সাফল্য মেলে। কয়েক বছরের বিরতির পর আবারও হিন্দি সিনেমায় ফিরলেন নিধি। তবে বড় পর্দার জন্য নয়, ওটিটি দিয়েই তার এই প্রত্যাবর্তন। ছবির নাম ‘আকিদো: আ রিভেঞ্জ ড্রামা’। এটি নির্মাণ করেছেন অভিষেক জসওয়াল। প্রযোজনায় প্রেরণা আরোরা। এর মাধ্যমে ওটিটি জগতেও অভিষেক হচ্ছে নিধির। ছবিটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলিউড হাঙ্গামাকে নিধি আগারওয়াল বললেন, “এত ভালো একটি চিত্রনাট্য যে, নিজেকে ধরে রাখতে পারিনি আমি। এটা এমন একটি সিনেমা, যেটা আমি নিজেও দর্শক হিসেবে দেখতে পছন্দ করবো। তাই নির্মাতা প্রেরণা আরোরা যখন আমাকে কল করেছিলেন, আমি মুহুর্তেই ‘হ্যাঁ’ বলে দিয়েছি। সেই সঙ্গে বলেছিলাম, ছবিটির জন্য শিডিউল যেভাবেই হোক মিলিয়ে নেবো।’’ বলিউডে ফেরার মাধ্যমে এখন সমানতালে তিনটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন নিধি; তেলুগু, তামিল ও হিন্দি। তার ভাষ্য, ‘আমি অপেক্ষায় ছিলাম এমন একটি গল্পের জন্য, যেটা নিজের খুব পছন্দ হবে। এটাকে তেমনই মনে হয়েছে।’ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিধিকে আগামীতে দেখা যাবে দুটি বড় সিনেমায়। একটি পবন কল্যাণের সঙ্গে ‘হারি হারা ভিরা মাল্লু’; অন্যটি সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘রাজা সাব’। দুটি ছবিতেই মূল নায়িকার ভূমিকায় আছেন তিনি। এর আগে নিধিকে দক্ষিণের ‘ইসমার্ট শংকর’, ‘কালাগা থালাইভা’র মতো সফল ছবিতে দেখা গেছে।