ক্রীড়া ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ তো প্রত্যাশিতই। ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়েও আকর্ষণের কমতি নেই। এমনকি ভারত-নিউ জিল্যান্ড ম্যাচের টিকেটও আর বাকি নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচের টিকেট শেষ হয়ে গেছে যেন চোখের পলকে। পাকিস্তানে যেতে ভারতের অনিশ্চয়তা ও টানাপোড়েনের কারণে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত হয়েছে অনেক দেরিতে। টিকেটও ছাড়া হয়েছে তাই স্বাভাবিকের চেয়ে অনেক দেরিতে।
দর্শকেরা যেন স্রেফ সময়ের অপেক্ষায় ছিলেন। টিকেট ছাড়া মাত্রই হামলে পড়েছেন আগ্রহীরা। ভারত এই আসরে সব ম্যাচই খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। গালফ স্ট্যান্ডার্ড টাইম সোমবার বিকেল চারটায় অনলাইনে আনুষ্ঠানিকভাবে টিকেট বিক্রি শুরু হয়। নিবন্ধিত দর্শকেরা আগে থেকেই অনলাইনে ভিড় জমিয়ে অপেক্ষায় ছিলেন। হিন্দুস্তান টাইমসের খবর, সবার আগে শেষ হয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট, যেটি হবে ২৩ ফেব্রুয়ারি।
এরপর ২০ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশ ও ২ মার্চ ভারত-নিউ জিল্যান্ড ম্যাচের টিকেটও শেষ হয় দ্রুত। এমনকি, ভারত সেমি-ফাইনালে উঠবে ধরে নিয়ে ৪ মার্চ দুবাইয়ের সেমি-ফাইনালের টিকেটও শেষ হয়ে যায় বেশ দ্রুতই। অনেক দর্শকই অনলাইনে অপেক্ষায় ছিল তাদের পালা আসার। কিন্তু সেই পালা আর আসেনি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার। হাইব্রিড মডেলের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের ম্যাচগুলি খেলবে দুবাইয়ে।
একটি সেমি-ফাইনালও হবে সেখানেই। অন্য ম্যাচগুলি হবে পাকিস্তানে। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচও হবে দুবাইয়ে। ভারত বাদ পড়ে গেলে ম্যাচটি হবে লাহোরে। পাকিস্তান-বাংলাদেশ ও পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ ও লাহোরের সেমি-ফাইনালের টিকেটও শেষ হয়ে গেছে বেশ দ্রুতই। ফাইনাল ম্যাচ ৯ মার্চ। ফাইনালের টিকেট বিক্রি শুরু হবে দুবাইয়ের সেমি-ফাইনাল ম্যাচের পর। ১৯ ফেব্রুয়ারি লাহোরে পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি।